শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও
লিখেছেন লিখেছেন আজাদ আরিফ ২৮ মার্চ, ২০১৬, ০৭:৩৫:২৬ সন্ধ্যা
রক্তমাখা এই সকালের, তরতাজা এক শিশুর লাশের,
রাস্তাজুড়ে ছড়িয়ে পড়া,পিন্ড মগজ রক্তধারা
গাড়ির চাকায় পিষ্ট হওয়া- এক পথিকের শুভেচ্ছা নাও।
বস্তাভর্তি লাশের টুকরো,ট্রাম চাপা এক বোবা কান্না-
গর্ভবতী হিন্দু মায়ের, ভাগ্য-ফেরে লাথির দায়ের
প্রসবকৃত মৃত শিশুর- শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও;
প্রশ্নফাঁসে স্বপ্নভাঙার দায় মেটাতে,
যে মেয়েটি একটু আগে, ফ্যানের সাথে জড়িয়ে দিলো তার গলাটা;
পুলিশ সমেৎ যে জননী
সেদিন হলো গণধর্ষিত-
সেই সে মায়ের ইজ্জতের এই সোনার দেশের
সাত সকালের মিষ্টি হাওয়ার শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও;
রাজনীতির এক দাবার চালে
মূর্তি ভাঙার অন্তরালে
পূজোর নামে চাঁদাবাজির,উৎসবপ্রিয় এই এক জাতির
ভাগাভাগির-দাগাদাগির, কাটা-কাটির শুভেচ্ছা নাও;
শুভেচ্ছা নাও রানা প্লাজার সেই শ্রমিকের
পাথর চাপায় হারিয়েছে যে দু দু'টি পা
কিংবা নিও রাজন নামের সেই বালকের
চুরির দায়ে মরতে হলো লোহার ঘাতে;
দিন-দুপুরে মার্ডার হওয়া তরুণ লেখক
তাজা রক্তে আর্দ্র হওয়া শক্ত মাটির
কাঁটাতারে কাকের মতোন
ঝুলন্ত এক মৃত কিশোরীর
নির্দোষ বলে মুক্তি পাওয়া সেই খুনীদের-
অট্টহাসি খেল-তামাশার
শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও;
শুভেচ্ছা নাও সেই বাবাটির
ছেলের শোকে করুণ সুরে,
আকাশ-পাতাল এক করে যার আহাজারি
বৃদ্ধ মায়ের চোখের জলের
বুক ফাঁটানো আর্তনাদের
গুমরে কাঁদা ভাইয়ের শোকে প্রিয় বোনটির;
শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও;
শুভেচ্ছা নাও বাঙলাদেশের
বুকজুড়ে যার মৃত্যু লেখা
সর্বক্ষণ মৃত্যু যেথা-
তোমার-আমার ভাগ্য রেখা;
শুভেচ্ছা নাও, শুভেচ্ছা নাও
বিষয়: সাহিত্য
১১৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুরুতে শুভেচ্ছা নিও
কতটা ভালো আছ তুমি
সে কথা আমায় জানিও
মন্তব্য করতে লগইন করুন