'সন্ত্রাসবাদ নির্মূলে মুহাম্মদ(সা) এর পথ অনুসরন করা দরকার।'- দালাই লামা
লিখেছেন লিখেছেন আজাদ আরিফ ১৫ জানুয়ারি, ২০১৬, ১২:৩৬:৪০ দুপুর
তিব্বতের বিচ্ছিন্নতাবাদী নেতা এবং শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী দালাই লামা সম্প্রতি বলেছেন,-
'সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের মুহাম্মদ(সা) এর পথ অনুসরন করা দরকার।'
'
পৃথিবীজুড়ে মানবাধিকার রক্ষা, মানুষে-মানুষে সহমর্মিতা,সৌহার্দতা,ভালোবাসা স্থাপনে তিব্বতের এই ধর্মগুরু পৃথিবীজুড়ে 'আইডল অফ পীস' হিসেবে গণ্য হোন।বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা এর আগে বৌদ্ধ ধর্মীয় সম্মেলনে বলেছিলেন,-
'পুরো বিশ্ব মানবতার জন্য মুহাম্মদ(সা) এর জীবনাদর্শই হচ্ছে শ্রেষ্ঠ জীবনাদর্শ।
মুহাম্মদের ধর্মীয় বাণী,ভালোবাসা,ন্যায়বিচার আর ধর্মীয় সহিষ্ণুতা পুরো বিশ্বমানবতার কল্যাণে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।'
টাইমস অফ ইন্ডিয়ার লিঙ্ক- http://www.timesheadline.com/india/to-end-terrorism-we-should-follow-the-path-of-prophet-pbuh-dalai-lama-942.html
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন