Apple iPhone এর পার্মানেন্ট apps টেম্পোরারি Deletion!

লিখেছেন লিখেছেন মাথা নষ্ট ০৬ জানুয়ারি, ২০১৬, ০৬:৫৬:১৩ সকাল

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

iPhone ব্যাবহারকারিদের অন্যতম একটা বিরক্তিকর বিষয় হচ্ছে, ফোনের Built-in এমন সকল Apps আছে যা আসলে ব্যাবহার হয় না বললেই চলে।

iPhone ব্যাবহার করি তারা সবাই জানি Apple developer রা এই ফোনের built-in এপ্স গুলা স্থায়ী ভাবে Delete করার কোন ব্যবস্থা রাখেন নি।

এতদিন একটা ব্যাবস্থা ছিল অপ্রয়োজনীয় Apps গুলাকে নির্দিষ্ট একটা Folder করে তাতে রাখা। কিন্তু মোবাইল স্কিন থেকে Delete করার কোন উপায় ছিল না।

অবশেষে user দের কিছুটা হলেও দুঃখ লাঘব হবে!

এখন বেদরকারি apps গুলাকে মুহূর্তে Delete করার খুব কার্যকরী একটা উপায় বের করেছেন Developher.

স্টেপ #১. যে সকল Apps গুলাকে Delete করতে চান সেগুলাকে একই folder এর ভিতরে নিয়ে আসুন।

{Folder কিভাবে তৈরি করে তা অন্য ব্লগে আলোচ্য}



( ছবিতে দেখা যাচ্ছে অব্যাবহারিত apps গুলা একটি folder এ রাখা হয়েছে)

স্টেপ #2. এখন যে app টিকে Delete করতে চান তাতে আঙ্গুল দিয়ে চেপে ধরুন যতক্ষন না আঁকাবাঁকা নাচানাচি(jiggle) শুরু হয়।

স্টেপ #3. এবার app টিকে আবার চেপে ধরে স্ক্রিনের ডান দিকে move করুন যতক্ষন না একটা খালি ঘরে app টি না যায়।



স্টেপ #4. খালি ঘরে আসার পরে আরেকবার move করে আরেকটা খালি ঘরে নিয়ে আসুন।

আসার পরে app টিকে স্ক্রিনের মাঝখানে ধরে রেখে অন্য আঙ্গুল দিয়ে মোবাইলের Home বাটন ক্লিক করুন। এবার দেখুন আপনার app টি কোথাই যাচ্ছে।



উল্লেখ্য, এ ট্রিক্স অনুসরন করে আপনি শুধু দৃশ্যমান পার্মানেন্ট এপ্স গুলাকে মোবাইল স্ক্রিন থেকে অদৃশ্য করতে পারবেন। কিন্তু পার্মানেন্ট delete হবে না system থেকে।

আপনে যদি আবার delete করা কোন এপ্স ব্যাবহার করতে চান তাহলে search বক্স এ app এর নাম লিখে সার্চ করলে চলে আসবে।

বুঝার সহজ করার জন্য ইউটিউব লিঙ্ক দিয়ে দিলাম।https://youtu.be/TpeP42GH0OY

আশা করি আপনাদের বিরক্তিকর মোবাইল স্ক্রিনের Apps গুলাকে অদৃশ্য করে মোবাইলকে রাখতে পারেন একদম সাদা।

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356441
০৮ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:২৫
মাথা নষ্ট লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File