চাওয়া ও পাওয়া

লিখেছেন লিখেছেন নিভৃতচারী আমি ০৬ জানুয়ারি, ২০১৬, ০১:১৫:৩৫ রাত

এক দিন এক ব্যক্তি আল্লাহর কাছে একটি ফুল আর একটি প্রজাপতি চাইল।





কিন্তু আল্লাহ তাকে একটি কেক্টাস ও একটি শুককীট দিলেন।





লোকটি sorry হল, সে realize করতে পারলনা কেন তার অনুরোধ ভুল explain হল। পরে সে ভাবল, ঠিক আছে, আল্লাহকে তো বহু লোকের চাহিদা পুরন করতে হয়-তাই সে ঠিক করল, সে কোনো প্রশ্ন করবেনা। কিছু দিন পর লোকটি তার যে অনুরোধের কথা ভুলে গিয়েছিল, সে বিষয়ে তদন্ত করতে গেল। সে বিস্ময়ের সাথে দেখল, সেই কাটাযুক্ত Poisonous কেক্টাস থেকে একটি beautiful ফুল ফুটে রয়েছে।এবং সেই কদাকার শুয়া পোকাটি একটি সুন্দর প্রজাপতির রুপ নিয়েছে।





আল্লাহ সব সময় সঠিক কাজটিই করেন।তার পদক্ষেপ all the time সঠিক হয়, যদিও আমাদের কাছে তা ভুল মনে হয়।যদি আপনি আল্লাহর কাছে একটি জিনিষ চান আর another একটি পান তাহলে, আস্থা রাখুন। আপনি নিশ্চিত থাকুন যে তিনি আপনার জন্য যে জিনিস যে সময়ে দরকার always তা দেবেন।আপনি যা চান তাই যে always আপনার প্রয়োজন তা নয়।আল্লাহ কখনো আমাদের আবেদন মঞ্জুর করতে ভোলেন না।

তাই তার কাছে চাইতে থাকুন। মনে কোনো সন্দেহ বা অসন্তুস্টির স্থান দেবেননা।

আজকের cactus হতে পারে আগামী কালের ফুল।আল্লাহ তাদেরকেই সবার চেয়ে ভাল জিনিসটি দেন যারা তার উপরই সিদ্ধান্তের ভার দেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,“তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তাঁর বান্দা যখন তাঁর নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”(তিরমিযী,আবু দাউদ,বুলুগুল মারামঃ ১৫৮১)

আল্লাহর নিকট চাইলে অনেক সময় ভিন্নরুপেও তা দিতে পারেন। তাই আমাদের উচিত আল্লাহর নিকট কোন কিছু চেয়ে ধৈর্য্যধারন করা এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তবে আল্লাহর নিকট খুব বেশী পার্থিব সম্পদ চাওয়া ভালো নয়। বরং এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। তবে দারিদ্র্যতা থেকে মুক্তি চাওয়া দোষের কিছু নয়। এ ব্যাপারে আল্লাহর রাসুলের সময়কার সালাবা নামক একজন সাহাবীর ঘটনা এবং কোরআন হাদীসে বর্নিত দোয়াগুলো অর্থসহ পড়লে বোঝা যায়।

সালাবার ঘটনা পড়তে নিচের লিংকটি অনুসরন করুন—

http://www.dailynayadiganta.com/detail/printcopy/58184

(গল্পটি ইন্টারনেট থেকে সংগৃহীত)

বিষয়: বিবিধ

১৭৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356245
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:২২
আফরা লিখেছেন : খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
356246
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:২৯
নিভৃতচারী আমি লিখেছেন : ধন্যবাদ আপু। আমি ব্লগে লেখক হিসেবে একেবারে নতুন। আর আপনি প্রথম মন্তব্য করলেন । এজন্য আপনাকে ফুলেল শুভেচ্ছা...

০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:৩৭
295778
আফরা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ । তা একটা প্রশ্ন করি ইচ্ছে হলে জবাব দিবেন আপনি কি ভাইয়া নাকি আপু ?

আসলে আমি সবাইকে ভাইয়া বা আপু বলে থাকি তাই বল্লে একটু সুবিধা হয় না বলতে চাইয়ে ও সমস্যা নেই ।

আবার ও ধন্যবাদ ।

আজকে নতুন একদিন আপনি ও পুরাতন হবেন । বেশি বেশি লিখুন ।
356258
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:৫৫
নিভৃতচারী আমি লিখেছেন : আপনার প্রথম কমেন্ট পড়েই ভাবছিলাম, না জেনেই ভাইয়া বলে সম্বোধন করলেন কেন? যাইহোক আপনার অনুমান ভুল হবার নয়...
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০২:০০
295781
আফরা লিখেছেন : thank you very much vaiya .
356267
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৫৩
দ্য স্লেভ লিখেছেন : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,“তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তাঁর বান্দা যখন তাঁর নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”(তিরমিযী,আবু দাউদ,বুলুগুল মারামঃ ১৫৮১)
356307
০৬ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File