উইজডম বাইটস
লিখেছেন লিখেছেন নিভৃতচারী আমি ০২ জানুয়ারি, ২০১৬, ০১:৪৫:২৯ দুপুর
যখন বন্যা আসে, ঢল নামে তখন মাছ পিঁপড়া ধরে খায়। আর বন্যা, ঢল চলে গেলে পিঁপড়া মাছ খায়। এটা শুধু সময়ের ব্যাবধান। দেখুন কি হয়। প্রকৃতি সবাইকে সু্যোগ দিয়ে থাকে। কেউ কাজে লাগায়, কেউ লাগায়না।
সাবান তৈরী করতে তেল লাগে। কিন্তু তেল পরিষ্কার করতে সাবান লাগে। এটাই জীবনের পরিহাস।
সকল সমস্যারই এন প্লাস ওয়ান সংখ্যক সমাধান আছে। এখানে এন হলো অনেকগুলো সমাধান যা চেষ্টা করা হয়েছে। আর ওয়ান হলো সমাধানের কোন চেষ্টা করা হয়নি। তাই যখন কোন সমস্যা আছে, তখন এটা ভাবা উচিত হবেনা এটাই শেষ। এটা কেবল জীবনের একটা বাঁক মাত্র। পরে আরো বাঁক আছে।
দুই ধরনের মানুষ জীবনে সুখী।
এক- পাগল, দুই- শিশু
কোন লক্ষ্যে পৌছতে হলে পাগলের মত যেতে থাকো আর লক্ষ্যে পৌছে গেলে শিশুর মত উপভোগ কর।
জেনে রাখা দরকার সাফল্যের জন্য কোন স্বয়ংক্রিয় চলন্ত সিঁড়ি নেই, আছে কেবল পদক্ষেপ।
প্রজ্ঞার সাথে সম্পর্ক আছে আত্মার, যেমন আছে সাস্থ্যের সাথে শরীরের।
(সংগৃহীত)
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন