স্রষ্টার সুন্দর এই দুনিয়া
লিখেছেন লিখেছেন Raya ০৮ জানুয়ারি, ২০১৬, ০৮:৩৬:৪০ রাত
মা
বি,এ,এস,আহমেদ জেরার্ড
------------------জীবনে মরণে স্বয়নে স্বপনে
তোমাকে চাই ওগো মা তোমাকে চাই
স্রষ্টার সুন্দর এই দুনিয়ায় আর কিছু পাই বা না পাই।
মনে প্রাণে ধ্যানে জ্ঞানে
তোমাকে চাই ওগো মা তোমাকে চাই
স্রষ্টার সুন্দর এই দুনিয়ায় আর কিছু পাই বা না পাই।
শানে মানে উজান ভাটির টানে
তোমাকে চাই ওগো মা তোমাকে চাই
স্রষ্টার সুন্দর এই দুনিয়ায় আর কিছু পাই বা না পাই।
জীবনের জয়গানে হৃদয়ের মধ্যখানে
তোমাকে চাই ওগো মা তোমাকে চাই
স্রষ্টার সুন্দর এই দুনিয়ায় আর কিছু পাই বা না পাই।
ক্ষণেক্ষণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
তোমাকে চাই ওগো মা তোমাকে চাই
স্রষ্টার সুন্দর এই দুনিয়ায় আর কিছু পাই বা না পাই।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন