"পরকীয়" নিয়ে হাটহাজারি ছাত্রদল নেতার পোস্ট (ফেসবুক থেকে সংগৃহীত)
লিখেছেন লিখেছেন ইরফান ভাই ০৭ জানুয়ারি, ২০১৬, ০৭:১০:৪৭ সন্ধ্যা
দেশ যতই ডিজিটাল হচ্ছে পরকিয়া'ও ততো মহামারি আকারে আমাদের চারিপাশে ছরিয়ে পরছে, সেদিক থেকে নারী পুরুষ কারো থেকে কেউ যেন পিছিয়ে নেই। আমাদের দেশে বেশিরভাগ
বিবাহবিচ্ছেদ হচ্ছে এই পরকিয়া ও স্বামী স্ত্রীর
মাঝে অবিশ্বাস থেকে। ধর্ম, সামাজিক, আইনি,
কোন দিকে এর নৈতিকতা না থাকলেও ছেলে,
বুড়ো, দুচার বাচ্চার জননী কেউ বাদ যাচ্ছেনা এই
নাজায়েজ রঙ্গ লিলা থেকে। আর এর সৃষ্টি
বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে দুরত্ব, অনিহা, অযত্ন থেকে। আমার ক্ষুদ্র জ্ঞান বলে "প্রেমিকার প্রতি যে আদোর সোহাগ
রোমান্টিক ব্যাবহার করা হয়, তার অর্ধেকটাও যদি
স্বামী স্ত্রীর মাঝে থাকত তাহলে আমাদের
সমাজ থেকে পরকিয়া নামক অভিশাপ ৯০% কমে
যেত", আসুন সবাই নিজ পরিবার পরিজনের প্রতি একটু খেয়াল রাখি সময় দেই যত্নশীল হই।
(ছাত্রনেতার ফেসবুক আইডি:- " ব্যস্ত বেকার শিবু")
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন