"আওয়ামী আদর্শ" হল গণতন্ত্র বিরোধী আদর্শ...

লিখেছেন লিখেছেন ইরফান ভাই ০৫ জানুয়ারি, ২০১৬, ০৯:৩০:০২ রাত

প্রথম পোস্টেই বলেছিলাম, স্বাধীন বাংলার প্রথম গণতন্ত্র হত্যাকারী দলটির নাম "আওয়ামি লীগ".স্বাধীনতার এত বছর পরও তারা আজ একই উদ্দেশ্যে কিন্তু ভিন্ন চেহেরায় নিজেদের উপস্হাপন করেছে।বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ২০০৮ সালে আওয়ামি লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভোট ডাকাতির উৎসব করছে।৫ জানুয়ারির পৃথিবীর ইতিহাসের লজ্জাজনক নির্বাচন ও ১৫৪ জন বিনা ভোটের এমপি "তৈরী" করার মাধ্যমে জাতির কাছে তারা তাদের দলের আদর্শের পরিচয় দিয়েছে।এরই ধারাবাহিকতায় সিটি নির্বাচন ও সম্প্রতি পৌরসভা নির্বাচনের মাধ্যমে তারা আবারও তাদের মূল আদর্শের পুনরাবৃত্তি ঘটালো।জনগনের কাছে এখন একটা বিষয়ে পরিষ্কার হয়ে গেল যে,সরকার জানে যে,সুষ্ট,অবাধ ও নিরেপেক্ষ নির্বাচন হলে তাদের লজ্জাজনক হার হবে তাই তারা নির্বাচনের নামে "সিলেকশন" করছে।মূলত তারা চায় না যে,সরাসরি জনগনের ভোটের মাধ্যমে কোন প্রার্থী নির্বাচিত হোক।কেননা,এই কাজটি করলে দলটি অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে।তাই এখন তারা চায় না ভোটের মাধ্যমে জনগন তাদের প্রতিনিধি নির্বাচিত করুক।আওয়ামী লীগ জনগণের ভোটের,গণতন্ত্রের,বাক স্বাধীনতার অধিকার কেরে নিয়েছে।তারা পেশী শক্তির মাধ্যমে,প্রশাসনের সহযোগীতায় ভোটবিহীন নির্বাচনকে বৈধতা দেওয়ার "অবৈধ" চেষ্টা করছে।শুধু ভোট বা গণতন্ত্র নয় তারা জনতার মানবাধিকার পর্যন্ত ভুলুন্ঠিত করেছে।তাই সময় এসেছে জনগনের ভোটের,গণতন্ত্র ফিরিয়ে আনতে,মানবাধিকার প্রতিষ্টা করতে,দেশের মানুষকে মুক্ত করতে,ভারতীয় সম্রাজ্যবাদ থেকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।আওয়ামী শাসন আমলে শুধুমাত্র জঙ্গীবাদ ও সন্ত্রাসই প্রশয় পেয়েছে।সুতরাং দেশকে বাঁচাতে হলে সবারই যার যার অবস্তান হতে প্রতিবাদ করতে হবে।

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356216
০৫ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ঐক্যবদ্ধ তো হতেই হবে কিন্তু করবে কে শুনি? আমি আপনি তো বন্দুকের ভয়ে পালিয়ে বেড়াই
356251
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:৪৪
শেখের পোলা লিখেছেন : সমবেত শক্তি দিয়ে গনেশ উল্টাতে হবে, নইলে বাংলার মুসলীম, ভারতের গোলামী করতেই হবে৷
356271
০৬ জানুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৩
ইরফান ভাই লিখেছেন : হুম।তাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File