ফেইসবুক ইউনিভার্সিটির নতুন শিক্ষা প্রসব
লিখেছেন লিখেছেন জনাব চেরাগ আলী ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৪৯:২৩ রাত
প্রতিদিন ফেইসবুক ইউনিভার্সিটি নতুন নতুন শিক্ষা গর্ভে ধারন করে, প্রসব করে আমাদের গর্ভিত করে তুলছে।
সর্বশেষ (latest) যেটা পেলাম তা হলঃ-
টেলিফোন কল এলে ইংরেজীতে আমরা (এবং তাহারা) হ্যালো বলে থাকি, এই "হ্যালো" শব্দটা এলো কোত্থেকে?
টেলিফোনের আবিষ্কর্তা আলেক্সান্ডার গ্রাহাম বেল -এর প্রেমিকার নাম ছিলো মার্গারেট হ্যালো। টেলিফোনের তিরিং বিরিং (অর্থাৎ ক্রিং ক্রিং) শব্দ হলেই তিনি ছুটে গিয়ে ফোন হাতে বলতেন "হ্যালো!!!"
সেই থেকে হ্যালো শব্দটিন প্রচলন। ...হুমম।
পুনশ্চঃ- মি. বেল বৈজ্ঞানিক মানুষ তো! তাই প্রেমিকার ফ্যামিলি নেম ব্যবহার করতেন। আপনারা আবার ভুল ধরতে আসবেন না প্লীজ।
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন