পরকীয়া দেশপ্রেম বা ক্রিকেট প্রেম
লিখেছেন লিখেছেন সৈয়দ কামাল হুসাইন ১১ মার্চ, ২০১৬, ০৯:৪৫:৫০ সকাল
পরকীয়া -দেশ বা ক্রিকেট প্রেম
---------------------------------------
এই বিষয়ে একটা কবিতা হতে পারে;
পরকীয়া দেশ বা ক্রিকেট প্রেম নামে
অথবা হতে পারে লুকোনো অন্য দেশ
প্রেম নামে।
কিংবা হতে পারে বিশ্বাসঘাতকের দেশ
বা ক্রিকেট প্রেমিকের গল্প।
কবিতাটি এভাবে শুরু করতে পারেন কবি,
প্রথমেই চোখ মেলে তার অন্তর দেখুন-
অন্তর দেখবেন এভাবে, যে দৃষ্টিতে মানুষ
আয়না দেখে।
কবিতাটি তবে শুরু করুন-
আমি অন্তর দিয়েই তার অন্তর দেখা শুরু
করি।
সে অন্তরে সমুদ্রের জলের সমান দেশ
প্রেম, ক্রিকেট প্রেম।
গুলি খাওয়া পাখি ব্যথায় যেমন ছটফট
করে,
তেমনি তার অন্তর প্রেমের বেদনায়
ছটফট করে,
তা দেশ ক্রিকেট নয়, অন্য ক্রিকেট
প্রেম।
ভয়ে অপমানে অন্তর দিয়ে কিছুতেই
বলতে পারেনা, 'আমি অন্য প্রেমিক।'
অতপর কবি হয়তো ভাবছেন,'এখন কি
লিখি?'
আমি বলি,আপনি রক্ত দিয়ে তার রক্ত
দেখা শুরু করুন-
তারপর লিখুন
সে রক্তে অন্য মাটি।
বাংলার ব এর পরিবর্তে ভ এর স্থান।
লজ্জায় রক্ত বলতে পারেনা আমি অন্য
প্রেমিক।
সূর্য যেমন মাথার উপরে থাকে
তেমন সত্য সে রক্তেও অন্য মাটির ঘ্রাণ।
অতপর তার কপাল দেখুন,তার নাক কান
চুল, তার শ্বাস,
তার ডান দিক বা দিক উপরের দিক
নিচের দিক দেখুন।
অতপর যা দেখেছেন তাই বলুন।
লোভ শব্দটিই খুঁজে পেলেন।
তার সব কিছুই ছলনার সংক্রমিত।
শুধু নিজের জন্য।
ব কে ভ বলে।
অথচ লোক সম্মখে কষ্ট নিয় বলে,
বাংলার জয় হোক।
অতপর তার চোখে সরাসরি তাকিয়ে চোখ
দিয়ে প্রশ্ন করুন-
কেন তুমি এতো বড় মুনাফিক?
জবাব কি দেয় তাই লিখুন -
আমার যে কিছু করার নেই,
ভালাবাসা বিক্রি করে দিয়েছি,
আমার অন্তর, আমার রক্ত,
সব বিক্রি করে দিয়েছি-
তাই হৃদয়ে আমার সেই থাকে,সে হেরে
গেলে লুকিয়ে কাঁদি।
খুব কষ্ট করে লোক সমুক্ষে বাংলার জয়
দেখে,হাসির অভিনয় করি।
কবি কি করছেন?
হাত নামান।এভাবে থাপ্পড় দিতে নেই।
আপনি তো কবিতা লিখলেন।
সৈয়দ কামাল হুসাইন
বিষয়: সাহিত্য
১৩৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন