আমরা কোথায় যাব!
লিখেছেন লিখেছেন ওকটবর ২১ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৬:৪৯ বিকাল
নিজ দেশে দুএকদিন পর পর গুলি করে, চাকু মেরে মুসলিম হত্যা। রাস্তায় হিজাবী নারীদের উপর আক্রমণ, মুসলিম বিরোধী সমাবেশ আবার মাঝে মাঝে একটা দুটো মুসলিম প্রীতির উদারতা দেখিয়ে মিডিয়া দিয়ে বিশাল কাভারেজ যে, আমরা মুসলিমদের প্রতি কত কোমল! আবার বিদেশে ১৪ লাখ ইরাকি হত্যা, আফগানিস্তানকে শ্বশানে রূপান্তর, ফাতিমার মত হাজার হাজার বোনকে কারাগারে নিয়ে পৈচাশিক কায়দায় দিনের পর দিন ধর্ষণ। আফিয়া সিদ্দিকাদের উপর উপর নির্মমতা। মুসলিমদের খিলাফত বাদ দিয়ে গণতান্ত্রিক হবার পরামর্শ দেয়া আবার যারা গণতন্ত্রকে মেনে নিলেও তাদের আদর্শকে মানেনা (ব্রাদারহুড)তাদেরকে শত্রু হিসেবে দেখে সেই নছনছ করে দিতেও তারা ভাবেনা। তাদের আবার মুসলিম প্রীতি। দুদিন পর যে তারা সরকারী পৃষ্ঠপোষকতায় ইউরোপ-আমেরিকার অভ্যন্তরে মুসলিম হত্যায় মেতে উঠবেনা তা কে বলতে পারে? আর সেটাই তো স্বাভাবিক। হাদিসে এসেছে তারা তুরস্ক দখল করে নিবে এবং সিরিয়ায় সমস্ত শক্তি-সামর্থ্য একত্রিত করবে বিশাল সৈন্য সমাবেশ করবে মুসলিমদের চীরতরে শেষ করে দেয়ার জন্য। যারা সিরিয়ায় সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে মুসলিমদের উপর হামলে পড়বে তারা কি ইউরোপ-আমেরিকায় বসবাসরত মুসলিমদের জামাই আদরে রাখবে? বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রু বেশি মারাত্নক, তারা ঘরে শত্রু রাখবে? এমন চিন্তা বোকারাই হয়ত করতে পারে। আগে কিছু মায়াকান্না এই আরকি।
বিষয়: আন্তর্জাতিক
১০১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন