"মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে একটি হিসাব"

লিখেছেন লিখেছেন মিস্টার ট্রাইবুনাল ২৬ ডিসেম্বর, ২০১৫, ১২:১৬:৪১ রাত

আমাদের‬ চেতনাবাজ ইতিহাসবিদদের মতেঃ

৯ মাসে মানুষ মারা যায় ৩০,০০০০০( ত্রিশ লক্ষ)

তাহলে, প্রতি ১ মাসে মারা যায়, ৩০০০০০০/৯ = ৩,৩৩,৩৩৩ জন (তিন লক্ষ তেত্রিশ হাজার প্রায়, দশমিকের পরের সংখ্যা বাদ দিয়ে )

তাহলে, প্রতি ১ দিনে মারা যায়, ৩,৩৩,৩৩৩/৩০ = ১১,১১১ জন (এগার হাজার একশত এগার প্রায়, দশমিকের পরের সংখ্যা বাদ দিয়ে)

তাহলে, প্রতি ১ ঘন্টায় মারা যায়, ১১,১১১/২৪ = ৪৬২ জন (দশমিকের পরের সংখ্যা বাদ দিয়ে)।

এবার‬ আমরা শর্মিলার কথাগুলো চিন্তা করি-

২য় বিশ্বযুদ্ধ বাদ দিলে সাম্প্রতিক আর কোন যুদ্ধ পাওয়া যাবে, যেখানে প্রতিদিন প্রায় ১১ হাজার মানুষ মারা গেছে বলা শুনা যায় ।

২য় বিশ্বযুদ্ধেও যেখানে প্রতিমাস ১ লাখ মানুষ মরার রেকর্ড নেই সেখানে ৭১ এ প্রতি মাসে ৩ লাখ মানুষ মরার ব্যপারটা কি খুব বেশি কাকতলীয় নয়?

ইরাক যুদ্ধে আমেরিকা হাজার হাজার টন ক্লাষ্টার বোমা মেরেছে ,সব ধরনের ভয়ংকর অস্ত্র ব্যবহার করেছে।

কিন্তু জাতিসংঘের মতে সেখানে ১০ বছরে মারা গেছে মাত্র ৪ লাখ মানুষ।

কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তো আমাদের বিরুদ্ধে সাধারন যুদ্ধাস্ত্র ছাড়া আর কোন অস্ত্র ব্যবহার করেনি,কারন ক্লাস্টার বোমাসহ কোন ভয়ানক অস্ত্র তখন তাদের ছিলনা।

আমাদের দাদা ভারতের সরকারী হিসেব মতে মারা যায় দেড় লাখের মত মানুষ। তাহলে শর্মিলার কথাগুলো পঞ্চাশ হাজার/দেড় লাক্ষ কি ফেলে দেওয়ার মত?

তৎকালীন‬ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাঁর প্রথম টেলিভিশন ভাষণে বলেছিলেন, "দশ লক্ষাধিক মানুষের আত্মাহুতির মাঝ দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করে ঢাকার বুকে সোনালী রক্তিমবলয় খচিত পতাকা উত্তোলন করেছি"

শেখ‬ মুজিব মিলিয়ন শব্দটির ভুল অনুবাদ করেছিলেনঃ বিবিসি বাংলা বিভাগের উপ-প্রধান সিরাজুর রহমান

আপনাদের কি বলার আছে???





বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File