তরুণ প্রজন্ম হয়েও আমি বলতে বাধ্য হলাম যে, ৭১ এ জামায়েতের অবস্থান ১০০% সঠিক ছিল।

লিখেছেন লিখেছেন মিস্টার ট্রাইবুনাল ২০ ডিসেম্বর, ২০১৫, ০১:২৪:১৫ দুপুর

৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়েত-ই

ইসলাম কেনো যুদ্ধ করে নি??

কেন তারা দেশ ভাগ হওয়ার বিপক্ষে

(শেখ মুজিবও দেশ ভাগ হউক সেটা

চাননি) বিপক্ষে অবস্থান নিয়েছিল।

অনেকের মত আমিও ভাবতাম দল

হিসেবে জামায়াত মুক্তিযুদ্ধ না করে

(যদিও জামায়েতের ভিতরে অনেক

মুক্তিযোদ্ধা রয়েছে) ভুল করেছে।



যারা ৫২ ভাষা আন্দোলনে নেতৃত্ব

দিয়েছে।কিন্তু,কি কারনে তারা ৭১ মুক্তি

যুদ্ধে নেতৃত্ব দিলো না??

এই সব প্রশ্ন সব সময় আমার মাথায়

মধ্যে ঘুর পাক খাইতো।

কিন্তু,মরহুম প্রফেসর গোলাম আযম

সাহেবের "মিডিয়ার মুখামুখি গোলাম

আযম"বইটি পড়ে এই সকল প্রশ্নের

উত্তর পেয়েছিলাম।।

কিন্তু,ওই বইতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন না

করার যে যুক্তি ও চিন্তা ভাবনা মরহুম

প্রফেসর গোলাম আযম সাহেব উল্লেখ্য

করেছিলেন তার যথার্থতা বের করার বা

খুজে পাবার জন্য অপেক্ষার প্রয়োজন

ছিল।আর সেটি ছিল একটি দীর্ঘ সময়

জন্য অপেক্ষা।



৭১ এর জামায়েত-ই-ইসলামীর সেই

ভাবনা বা চিন্তা নয় মাস যুদ্ধের পরে

স্যারেন্ডার অনুষ্ঠানের মাধ্যমেই শুরু

হল,একটু একটু করে প্রতিফলিত হইতে

লাগলো।স্বাধীনের পর থেকেই ভারত

বাংলাদেশের উপর তার কর্তৃত্ব

বাস্তবায়নের সর্বাত্মক প্রচেস্টা চালাতে

শুরু করলো,এবং শেখ মুজিব ও হাসিনার

মাধ্যমে অনেকটাই সফল হল।।

৪৪ বছর এবারের বিজয় দিবসে ভারত

বাংলাদেশের স্বাধীনতা/বিজয় নিয়ে যে

মন্তব্য করলো তাতে প্রফেসর গোলাম

আযম বা জামায়েতের ৭১ এর মুক্তিযুদ্ধের

বিপক্ষে অবস্থান নেয়ার কারণ স্পষ্ট

হইলো।।



আর আমি খুজে পেলাম

মরহুম প্রফেসর গোলাম আযম সাহেবের

৪৪ বছর আগের সেই চিন্তা,ভাবনার যথার্থতা।।

আর প্রফেসর গোলাম আযম যে শুধুই

একজন আধ্যাত্মিক নেতা ছিলেন না,

একজন চিন্তা রাজ্যের পন্ডিত ছিলেন

সেটা আমি ৪৪ বছর পরে বাংলাদেশ

পাকিস্থানের যুদ্ধ ও বিজয় নিয়ে ভারতের

দৃষ্টতাপূর্ণ মন্তব্যের থেকে বুঝলাম।।

তাই বর্তমান প্রজন্মের একজন তরুন

নাগরিক হিসেবে এবংক্ষুদ্র,নগন্য মেধার

বুঝ শক্তি দিয়ে আমি অকপটে বলতে

চাই যে ৭১ এ মুক্তিযুদ্ধে জামায়েতে

ইসলামীর অবস্থান ১০০% সঠিক ছিল।।

শুধু জামায়েতই নয়,সেই সময় যদি

বাংগালীরা বুজতো যে বাংলাদেশ

পাকিস্থান ভাগ বা যুদ্ধ নিয়ে ভারত

রাম-লীলা খেলতেছে তাহলে হয়তো

বাংগালীরা পাকিস্থান থেকে স্বাধীনতা চাইতো না,,,,,।।

যুদ্ধ হল বাংলা-পাকি কিন্তু মালায়নের

বাচ্চারা বলে যুদ্ধ নাকি ইন্দো-পাকি

হয়েছে!!



দেশ স্বাধীন করলো আমার দেশের

দামাল ছেলেরা।

মালাউনের বাচ্চারা বলে দেশ নাকি

ওরা স্বাধীন করছে! :(

দুঃখ জনক হলেও সত্য যে গত ১৬ই

ডিসেম্বর ।

বাংলাদেশের বিজয় দিবস

ও যুদ্ধ সম্পর্কে সোশ্যাইল মিডিয়া ও

ভারতীয় টিভি চ্যানেলে ক্ষমতাসীনরা

যে মন্তব্য করেছে,সেই সম্পর্কে

বাংলাদেশের সরকার এখন পর্যন্ত কোন

বিবৃতিই দেয় নি।এমন কি বাংলাদেশের

পা'চাটা হলুদ মিডিয়া গুলো এই বিষয়ে

কোন সংবাদই প্রচার করে নি।।

তাই আমি আবারো বলতে বাধ্য

হচ্ছি যে ৭১ জামায়েতের অবস্থান

১০০% সঠিক ছিল,,,ছিল,,,,ছিল,,,,।।



ধঁরা যাবে না,ছোঁয়া যাবে না,

বলা যাবে না কথা।

রক্ত দিয়ে পেলাম বালের

স্বাধীনতা।।

বিঃদ্রঃ- বিজয় ও যুদ্ধ নিয়ে ভারতীয়

দের মন্তব্যের কিছু স্কীন শর্ট।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354750
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৩
শেখের পোলা লিখেছেন : আপনার মত সকলেই একদিন বুঝবে তবে ততদিন অনেক দেরী হয়ে যাবে৷ আল্লাহ তাঁর গোলামদের অবস্থানের সঠিকতা প্রমান করেই ছাড়বেন৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File