দোস্ত
লিখেছেন লিখেছেন জুলিয়াস নিশো ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩২:৪৯ রাত
দোস্ত তোর জন্য একটা
এসএমএস লিখেছি কিন্তু যখন
পাঠাইতে চাইলাম তখন.........
This person isn't receiving
messages from you
right now.
এক বুক হতাশা আর
চোখের জল নিয়ে লিখছি ।
দোস্ত আমি মনে করি পাপ হচ্ছে দুই ধরনের একটা ।
১. মানুষের সাথে ।
২. সৃষ্টিকার্তার সাথে ।
তার মানে অপরাধ যার সাথে
করবে তার কাছে ক্ষমা চাইতে হবে ।
সৃষ্টিকর্তা মহৎ উনি মাফ করে
দেবেন ক্ষমা চাইলেই ।
কিন্তু মানুষ ক্ষমা করবে না ।
কিন্তু প্রকৃত মানুষেরা সত্যিই ক্ষমা করে ।
আমি জানি তুমি প্রকৃত মানুষ
যে কিনা ক্ষমা করতে জানে ।
বন্ধুর মনের ভাষাটা বুঝতে পারে ।
আমাকে মাফ করে দে............
ভুল অমানুষেই করে
আমি তখন মানুষ ছিলাম না ।
তাই অমানুষের মতই বন্ধুত্ব নষ্ট করেছি ।
কি এই দোস্তটাকে ক্ষমা করবি না..?
বিষয়: বিবিধ
৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন