পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা।
লিখেছেন লিখেছেন আসমানি ০৯ জুন, ২০১৬, ০২:০৫:৪৮ রাত
পূর্ব বাংলা তথা বাংলাদেশ আর পশ্চিম বাংলা তথা ইন্ডিয়ার west bengal এর মানুষের ভাষা বাংলা। কিন্তু এ দু বাংলার কিছু কুলাঙ্গার দু দিক থেকেই কাঁদা ছোঁড়াছুড়ি করছে।
পরিবেশ নষ্ট করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
এমন একটা লিঙ্ক দিলাম। দেখুন
https://m.facebook.com/trollkangla
এ ধরণের কাঁদা ছোঁড়াছুড়ি থেকে উত্তরণের উপায় কি?
একটু বলবেন প্লিজ!
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি এক হতভাগা।
তবে আপনার মত নামে হতবাগা নই।
জ্বি না, ভাষা এক।
দেশ এক।
জেলা এক।
গ্রাম এক।
তারপর ও তো আমাদের একে অপরের সাথে ভালোবাসা, মায়া মমতা নেই।
মন্তব্য করতে লগইন করুন