প্রসঙ্গ: মহিলাদের মসজিদে গমন

লিখেছেন লিখেছেন ফাহিম বদরুল হাসান ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:০০:৩৯ দুপুর



"নারীদের মসজিদে গমন" বিষয়ক প্রশ্নটা খুব জোরালো আকার ধারণ করেছে। কেন আলেমদের একদল কঠোরভাবে নিষেধ করেন আর কেন আরেকদল মহিলাদেরকে মসজিদে নিয়ে আসতে খুবই আগ্রহ দেখান?

মহীয়সী! আপনাকে ফোর্স করবো না, আলেমদের একটি দলের অন্ধ অনুসরণ করতে। এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারণ করেছেন মহিলাদের মসজিদে যেতে বারণ করা থেকে (বুখারী ১ম খন্ড হা:নং ৮৩২, মুসলিম ১ম খন্ড,৮৮৬ )। অতএব মহিলাদেরকে মসজিদে গেলে তাড়িয়ে দেয়া বাড়াবাড়ি।

শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের যুগের কিছু উদাহরণ দেয়া হবে, ইনশাআল্লাহ। আপনি এগুলো সামনে রেখে সিদ্ধান্ত নেন, মসজিদে গমন করবেন নাকি গৃহে অবস্থান করবেন। আপনি ভেবে দেখেন, কোনটা উত্তম।

(১) সাইয়িদা উম্মে সালামাহ থেকে বর্ণিত, (তিনি বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ একজন মহিলার জন্য সর্বোত্তম মসজিদ হচ্ছে, তার গৃহের অন্দরমহল। [মুসনদে আহমদ, তাবরানি]

(২) উম্মে সালামাহ থেকে আরেকটি বর্ণনা। (তিনি বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ একজন মহিলার জন্য গৃহের নির্জন স্থান উত্তম গৃহের বহিরাংশের চেয়ে, বহিরাংশ উত্তম উঠোনের চেয়ে, উঠোন উত্তম মসজিদের চেয়ে। [মু'জাম ইমাম তাবরানি]

(৩) হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাHappy থেকে বর্ণিত, (তিনি বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাঁধা দিওনা। তবে তাদের (মহিলাদের) জন্য তাদের নিজ-গৃহই উত্তম। [সুনানে আবু দাউদ হাদিস নং ৭৪৫৮]

(৪) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ একজন মহিলার জন্য গৃহের অন্দরে সালাত উত্তম বারান্দার থেকে, গৃহ উত্তম বাড়ির চেয়ে। [আবু দাউদ, ৩৮৩৩]

(৫) সাইয়িদা হযরত আয়েশা (রাঃ) (রাসুলের ইন্তিকাল পর) বলেনঃ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেঁচে থাকতেন এবং দেখতেন, এযুগের মহিলারা কী করতেছে। তাহলে তিনি অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। যেমন (নিষেধ) করা হয়েছিল বনি ইসরাইলের মহিলাদেরকে। [বুখারী, মুসলিম]

(৬)আবু হুমাইদ আল সাঈদি থেকে বর্ণিত, একদা উম্মে হুমাইদ (নামক একজন মহিলা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আমি আপনার সাথে সালাত আদায় করতে ভালবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "আমি জানি তুমি আমার সাথে সালাত আদায় করতে ভালবাসো। কিন্তু তোমার জন্য গৃহের অন্দরমহল উত্তম বারান্দা বা উঠোনের চেয়ে । বারান্দা উত্তম তোমার লোকদের

তথা তোমার পাড়ার মসজিদের চেয়ে । এবং নিজ-পাড়ার মসজিদ উত্তম আমার মসজিদ থেকে"। একথা শোনার পর উম্মে হুমাইদ তাঁর গৃহের নির্জন স্থানে একটি নামাযের স্থান বানাতে নির্দেশ দিলেন। এবং সেখানেই আজীবন নামায করলেন এমতাবস্থায় তিনি ইন্তিকাল করলেন। [মুসনাদে আহমদ, (বর্ণনাসূত্র নির্ভরযোগ্য)]

(৬) হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) মহিলাদের মসজিদে আসতে নিষেধ করতেন এবং বলতেন, "বাড়িতে যাও। তোমাদের জন্য (তোমাদের) গৃহ উত্তম"।

এবার নিজেকে প্রশ্ন করুন। মসজিদে গমনে ফযিলত বিষয়ক সহীহ কোনো হাদিস কিংবা আছার আছে কি? যেখানে গৃহে নামাযকে উত্তম বলা হয়েছে, সেখানে কেন আপনি মসজিদে যেতে চাচ্ছেন? পৃথিবীর সকল বিষয়ে আপনি উত্তমতা খুঁজেন, অথচ কেন এই বিষযে অনুত্তমটি বেছে নিচ্ছেন।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File