সেলিম ওসমানের কথাটি যাদুঘরে স্থান পাওয়ার যোগ্য।
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:২৭:০১ সন্ধ্যা
সিলেটের শাহজালালের উর্বর ভূমিতে জুমার নামাজের মুসল্লিদের পিঠালো বঙ্গপিতার হিন্দুরা।
,
টেনশনের কিছুই নেই,এখনো মসজিদ ভাঙ্গেনি,মাত্র মুসল্লী পিঠাইছে।
,
উল্লেখ্য যে, মধুশহীদস্থ ইসকনের ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে সেখানে সবসময় গানবাজনা করেন। শুক্রবারে নামাজের সময়ও তারা গানবাজনা বন্ধ করেনা। এ বিষয়ে তাদেরকে কয়েকবার অবগত করা হলেও তারা গানবাজনা চালিয়ে যায়। আজ শুক্রবার জুমআ’র নামাজের সময়ও ইসকন ভক্তরা গানবাজনা চালিয়ে যায়।এতে ক্ষুব্দ হয়ে মুসল্লিরা নামাজ শেষে ইসকনে যান। সেখানে বাদানুবাদের এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিস্তারিতঃ http://goo.gl/fTsOTN
,
কিন্তু সিলেটের ছাংবাদিক খাঃ পোলারা মালাউনদের সাথে একজোট হয়ে নিউজটা কিরকম করে পাব্লিষ্ট করেছে একটু দেখেনঃ
"মন্দিরের উপর মুসল্লিদের হামলা" বিস্তারিতঃ http://goo.gl/eHE2QE
,
মন্দিরের আর মসজিদের দুই গ্রুপে মিলে ২০ জন মানুষের সংঘর্ষ হয়েছে,কিন্তু এক তরফা হয়ে প্রকাশ করতেছে হিন্দুদের উপর মুসল্লীদের হামলা,,
১০ জন মুসল্লীদের জন্য পুরা মুসল্লীদের হিন্দুদের উপর হামলাকারী বানিয়ে পেলেছে,সিলেটের ছাংবাদিক খাঃপো।
,
সাম্প্রদায়িক উস্কানীমূলক,এইরকম এক তরফা নিউজ প্রকাশের জন্য সিলেটবাসীরা সবাই মিলে এদের প্রতিহত করুন, না হলে শাহ জালালের উর্বর ভূমিতে বসবাসের আশা ছেড়ে দিন।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন