মীর কাসিম আলীর ছেলে ব্যারিষ্টার আরমানকে তুলে নিয়ে যাওয়ার গোপন রহস্য ফাসঁ।
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ২৫ আগস্ট, ২০১৬, ১২:৫৮:৪০ রাত
পৃথিবীর এমন কোন বাকশৈলী আদালত মীর কাসেম আলীকে মৃত্যুদন্ড দিতে পারেনা- ব্যারিষ্টার খন্দকার মাহবুব।
,
খন্দকার মাহবুব বলেছেন,আমার সহযোগী ছিলেন ব্যারিষ্টার আরমান সাহেব। এই মামলার সকল,কাগজ পত্র,নথি,ফাইল ছিল ওনার কাছে।
ওনি সকল নথি,ফাইল,কাগজ পত্র আমাকে আমাকে গুছিয়ে দিতেন,আর আমি আদালতে যুক্তি,প্রমানে উপস্থাপন করতাম। ব্যারিষ্টার আরমানকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে,আমি ভাবছিলাম পুলিশ গ্রেফতার করে তাকে আদালতে নিবে,তখন আমি তার সাথে যোগাযোগ করব,
,
কিন্তু আজ পর্যন্তও তার সাথে যোগাযোগ না হওয়ার কারনে আমার পক্ষে আদালতে কোন যুক্তি,প্রমান উপস্থাপন করা সম্ভব হচ্ছেনা,
,
এই মর্মে আদালতের কাছ থেকে আমি সময় চেয়েছিলাম কিন্তু আদালত আমাকে সময় দিতে রাজি নয়।
,
আদালত বললেন,আজ আপনি শুনানী শুরু করেন,আমরা আগামী রবিবার পূর্ণাজ্ঞভাবে শুনব,আগামী রবিবার এই মামলার শেষ শুনানীর হবে।
,
তিনি সরকারকে লক্ষ করে আরো বলেনঃ
ব্যারিষ্টার আরমানকে কি রবিবারের আগে ফিরিয়ে দিবে নাকি মীর কাসিম আলীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ফিরিয়ে দিবে??
,
তাহলে আরমানকে গুম করার সাথে সাথে সাক্ষী,প্রমানও গুম করার মাধ্যমে কি মীর কাসিম আলীকে বালের ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিবে।
,
মাবূদ আর কত বাকশাল,মাবূদ তুমি ফিরিয়ে থাকাও নেতা হারোনো মজলুমদের আর্তনাদ।
বিষয়: বিবিধ
১৬৭৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই অর্থ বছরের শুরুতে নিখোজ কাউকে গুম করা হয়েছে কি না বলতে গেলে জঙ্গিতে জয়েন করেছে কিনা সেই সন্দেহই গিলে খেতে হয় ।
মন্তব্য করতে লগইন করুন