এবার জাবিতে উঠেছে ছাত্রলীগের তত্ত্ববধানের গাঞ্জার খনি

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ২৪ আগস্ট, ২০১৬, ০৩:৫১:৩৮ দুপুর



ছাত্রলীগের তরফ থেকে গাঞ্জাঁর খনি উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

,

গাঞ্জা চাষের পর এইবার গাঞ্জা খনি মিলেছে জাঃবিতে

,

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রফিককে, প্রচুর পরিমান ইয়াবাহ,গাজাঁসহ হাতেনাতে আটক করেছে গাঞ্জা খনি থেকে।

,

আটককৃত ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন,ইয়াবাহ,গাঞ্জা এগুলো সেই আনেনি,এগুলো ষড়যন্ত্র করে কেউ তার ব্যাগে ভরে দিছে না হয় অটুমেটিক অলৌকিকভাবে এসেছে।

সকল ছাত্রকে জিজ্ঞাস করা হল গাঞ্জা, ইয়াবাগুলোর মালিক কে?

সবাই বলে উঠল,না না আমরা নই,

উপস্থিত জুনিয়র ব্যাচের এক ছাত্রকে জিজ্ঞাস করা হল এই গাঞ্জা খনির মালিক কে? -সেই বলে উঠল, -ছাত্রলীগ।

,

অতঃপর গ্রেফতার, বাহ সোনার ছেলের কেরামতি। অন্যন্য দেশে উঠে তেলের খনি,সোনার খনি,আর আমার দেশে উঠে গাঞ্জার খনি।

সব শেমুর অবদান আর কি।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376748
২৪ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৪৫
কুয়েত থেকে লিখেছেন : জুনিয়র ব্যাচের এক ছাত্রকে জিজ্ঞাস করা হল এই গাঞ্জা খনির মালিক কে?সেই বলে উঠল ছাত্রলীগ।অতঃপর গ্রেফতার বাহ্ সোনার ছেলেদের কেরামতি। আগামিতে আরো কতযে নোংরামি দেখতে হবে তার জন্য অপেক্ষা। ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ আগস্ট ২০১৬ রাত ০৪:১১
312396
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : জাযাকাল্লাহ খাইর,,,শ্রদ্ধেয় প্রিয় ভাইয়া।
376764
২৪ আগস্ট ২০১৬ রাত ০৮:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইহা কে চেতনা বলে!!
২৬ আগস্ট ২০১৬ রাত ০৪:১১
312397
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : জ্বী,,ধন্যবাদ
376772
২৪ আগস্ট ২০১৬ রাত ১১:১৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৬ আগস্ট ২০১৬ রাত ০৪:১১
312398
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : শুকরান জনাব।
376793
২৫ আগস্ট ২০১৬ সকাল ০৯:০৯
হতভাগা লিখেছেন : পড়াশুনায় বিশ্বের দরবারে নাম উঠাতে না পারলেও এক্সট্রা কালিকুলার একটিভিটিতে আমাদের ঢাবি , জাবি এরা প্রথম তিন এ থাকবে এটা নিশ্চিতভাবেই বলা যায়।

এসব জাবির পুরনো ঐতিহ্য এবং তাদের স্ট্যাটাস সিম্বলও বটে ।
২৬ আগস্ট ২০১৬ রাত ০৪:০৭
312395
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : রাইট দাদা সহমত।
ফেইসবুক পেইজে একজনের কমেন্ট পড়ে হাসতে আমার মুতানি চলে আসছে,,সেই লিখছে এখন গাঞ্জার চাষ করতেছে আর কয়দিন পর মাগির চাষ স্টার্ট করে দিবে,আরেকজনে লিখছে শেমু ও এইরকম গাঞ্জার চাষ করত,আমার কাছে প্রমান আছে।

হা হা হা,ব্যাপক বিনোদন।
২৬ আগস্ট ২০১৬ সকাল ১০:৫০
312404
হতভাগা লিখেছেন : আপনার তো যাবজ্জীবন কারাদন্ড হয়ে যাবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File