এবার জাবিতে উঠেছে ছাত্রলীগের তত্ত্ববধানের গাঞ্জার খনি
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ২৪ আগস্ট, ২০১৬, ০৩:৫১:৩৮ দুপুর
ছাত্রলীগের তরফ থেকে গাঞ্জাঁর খনি উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
,
গাঞ্জা চাষের পর এইবার গাঞ্জা খনি মিলেছে জাঃবিতে
,
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রফিককে, প্রচুর পরিমান ইয়াবাহ,গাজাঁসহ হাতেনাতে আটক করেছে গাঞ্জা খনি থেকে।
,
আটককৃত ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন,ইয়াবাহ,গাঞ্জা এগুলো সেই আনেনি,এগুলো ষড়যন্ত্র করে কেউ তার ব্যাগে ভরে দিছে না হয় অটুমেটিক অলৌকিকভাবে এসেছে।
সকল ছাত্রকে জিজ্ঞাস করা হল গাঞ্জা, ইয়াবাগুলোর মালিক কে?
সবাই বলে উঠল,না না আমরা নই,
উপস্থিত জুনিয়র ব্যাচের এক ছাত্রকে জিজ্ঞাস করা হল এই গাঞ্জা খনির মালিক কে? -সেই বলে উঠল, -ছাত্রলীগ।
,
অতঃপর গ্রেফতার, বাহ সোনার ছেলের কেরামতি। অন্যন্য দেশে উঠে তেলের খনি,সোনার খনি,আর আমার দেশে উঠে গাঞ্জার খনি।
সব শেমুর অবদান আর কি।
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব জাবির পুরনো ঐতিহ্য এবং তাদের স্ট্যাটাস সিম্বলও বটে ।
ফেইসবুক পেইজে একজনের কমেন্ট পড়ে হাসতে আমার মুতানি চলে আসছে,,সেই লিখছে এখন গাঞ্জার চাষ করতেছে আর কয়দিন পর মাগির চাষ স্টার্ট করে দিবে,আরেকজনে লিখছে শেমু ও এইরকম গাঞ্জার চাষ করত,আমার কাছে প্রমান আছে।
হা হা হা,ব্যাপক বিনোদন।
মন্তব্য করতে লগইন করুন