বনের পশুই ছিনল মুজিবরে কিন্তু বাংলার মানুষ ছিনলনা,এই দুঃখ কি রাখা যায়।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ১৬ আগস্ট, ২০১৬, ০৪:১৬:৩৩ বিকাল

বাঙ্গবাহাদুর পশু হয়ে বঙ্গবন্ধুকে ছিনল কিন্তু বাঙ্গালী জাতি মানুষ হয়ে বঙ্গবন্ধুকে ছিনল না--ইনু

,

বঙ্গবন্ধুর শোকের প্রতি আকৃষ্ট হয়ে এভাবে অকাতরে জীবন দান করে করে দিয়ে পৃথিবীর বুকে শোকের এক রোল মডেল তৈরী করল হাতিটি। কিন্তু আপসোস বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুকে ছিনল না,

,

আগামী বছর ১৫ই,১৬ই, আগষ্ট যাকজমকভাবে বন্ধু শোক দিবস পালন করা হবে জানিয়েছে,চেতনা প্রজন্ম বঙ্গবন্ধু ঐক্য পরিষদ।

,

কিন্তু স্বাস্থ্যমন্ত্রী নাসি সাহেব তাদের সাথে পুরাপুরি দ্বিমত প্রসব করল,তিনি বলেনঃ হাতিটি মরে যাওয়ার পিছনে জামাত শিবির জড়িত থাকতে পারে,, জামায়াত শিবিরের কর্মীরা রাতের আন্ধারে গোপনভিত্তিতে হাতিটির পাছাঁয় ইন্ডেকশন মেরে দিয়েছিল বলে ধারনা করতেছেন তিনি।

তিনি আরো বলেনঃ আমি হাতিটি পোসমডাম করে,বঙ্গবাহাদুর এবং বঙ্গবন্ধুর আসল শত্রুকে বের করব।

,

গামজা সিদ্দিক বঙ্গবীর বলেনঃ পোসমডাম করতে হবেনা,বঙ্গবন্ধুর খুনিরাই হাতিটিকে হত্যা করছে,

,

ইনু বলে উঠিলঃ অহ নুনু,এই কখনো হতে পারেনা।

,

হাতিই হাতিকে ছিনল,সোনায় সোনাকে ছিনে,আমি বলার কে!

,

জয় বঙ্গবন্ধু,জয় বঙ্গবাহাদুর,জয় বঙ্গবাল।

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376367
১৬ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:১৯
সামছুল লিখেছেন : হাতিটি ভারতীয় হওয়াতে এতদিন বেঁচে ছিল। পাকিস্তানি হাতি হলে কবেই পিটুনিতে মারা যেত।
376371
১৬ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
কুয়েত থেকে লিখেছেন : হায় হায় হাতি মরে গেল..!ভারত প্রেমিদের চেতনার অপমৃত্যু গঠেগেলো..? মিডিয়া কি জবাব দিবে ভারত যদি নারাজ হয়ে যায়..? ধন্যবাদ
376803
২৫ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
সাম্য বাদী লিখেছেন : যখন আমাদের ওপার থেকে আমার দেশের নিরিহ জনগনকে পাখির মত গুলি করে হত্যা করে তখন কানের মাছি নাড়তে শুনা যায় না, আবাল হলুদ সাংবাদিক গুলো তখন দাদাদের চেতনা দন্ড মুখে নিয়ে চুসতে চুসতে ঘুমিয়ে যায়। আর শালারা এখন জাগছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File