জনগণের জন্য রাজনীতি নই,পদের জন্য রাজনীতি করি,

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ১১ আগস্ট, ২০১৬, ০৮:৪৯:৫১ রাত

কি পেয়েছে বেগম জিয়া,এই রাজনীতি জীবনে!দলের কিছু আপন মানুষের কাছ থেকে পেয়েছে, টাট্টা,উপহাস্যমূলক কথা আর লাঞ্ছনাবঞ্চনা।

,

বেগম জিয়া,যাদের জন্য বিএনপির শতশত তৃনমূল নেতাকে পদ থেকে বঞ্চিত করে তাদের পদ দিয়েছিল,কিন্তু তারা বেগম জিয়া এবং বিএনপি পরিবারকে নিয়ে এই ক্রান্তিকাল মুহূর্তে আওয়ামীলীগের সাথে একজোট হয়ে ঠাট্টা তামাশায় মেতে উঠেছে।

আমরা এই ভার্চুয়ালেও বিএনপির প্রতি এত রাগে অভিমানে কোনদিন বিএনপিকে সার্কাস পার্টি নামে আখ্যায়িত করিনি,কিন্তু এবার ব্যতিক্রম।

এবার আমজনতার সামনে বিএনপিকে সার্কাস পার্টি বলে আখ্যায়িত করেছে একজন দলের সিনিয়র সদস্য,শুধু সার্কাস পার্টি নয়,এমনকি বিএনপি দলটাকে মীরজাফরের দল বলে উপাধি দিলেন।

,

ওই অখ্যাত নেত্রীর নাম হলঃ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।দলে শত শত ঝানু নেত্রীকে বাদ দিয়ে এই পাপিয়াকে বিগত নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি করা হয়। এই নেত্রী নতুন কমিটিতে কাক্সিক্ষত পদ না পেয়ে বিএনপিকে শুধু সার্কাস পার্টি হিসেবে অভিহিত করে ছাড়েননি; দলটি মীরজাফর দিয়ে ভর্তি বলেও মন্তব্য করেছেন।

,

পাপিয়াকে নতুন কমিটিতে সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক পদ দেয়া হয়। তার স্বামী দুইবারের সংসদ সদস্য হারুন অর রশিদকে করা হয় রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক। কয়েক দিন আগে একটি অনলাইন পত্রিকায় সাক্ষাৎকারে পাপিয়া ও তার স্বামী হারুন দেশবাসীকে জানান, বেগম খালেদা জিয়ার উদ্যোগেই তাদের বিয়ে হয়। যে দলের শীর্ষ নেত্রী তার বিয়ের ব্যবস্থা করেছেন; জাতীয় সংসদে সংরক্ষিত আসনে এমপি করেছেন; স্বামীকে নমিনেশন দিয়ে দুইবার জাতীয় সংসদের এমপি করেছেন; সে নেত্রী বেগম খালেদা জিয়া সার্কাস পার্টির নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন।

,

হায়রে শহীদ জিয়ার বিএনপি, সামান্য পদের জন্য বিএনপির চেয়ারপার্সনকে সার্কাস পার্টির মদতদাতা এবং মীরজাফর বললেন,এই রকম পাপিয়ার মত,বেইশ্যা,পদলোভী মেয়েরা বিএনপিতে থাকলে ত বিএনপির আর বাহিরের শত্রুর প্রয়োজন হয়না।এরা ত বিএনপির চূড়ান্ত শত্রু।এরা ত পদের জন্য রাজনীতি করে,জনগণ কিংবা দলের কল্যাণের জন্য নই।

,

পাপিয়ার কথাকে নিয়ে ঠাট্টা তামাশায় মেতে উঠেছে এবার আওয়ামীলীগের নেতাকর্মীরা,লও ঠেলা।

,

আওয়ামীলীগে যোগদান করলেও কোন বিএনপি নেতাকে পদ দেওয়া হবেনা,কারন আমরা জানি তারা পদলোভী-- সেতুমন্ত্রী ওবাইদু// বিস্তারিত http://goo.gl/L7dYvS

,

মাননীয় বিএনপি চেয়ারপার্সন আপনার প্রতি সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি,

বিএনপিতে এইরকম পাপিয়ার মত যত বেইশ্যা,পদলোভী নেতাকর্মী আছে,যারা সামান্য পদের জন্য বিএনপিকে, বিএনপি পরিবারকে,শহীদ জিয়াকে,আপনাকে কটাক্ষ করতে দ্বিদাবোধ করেনা,ওই সমস্ত পদলোভী,আগাছাদের জাতীয়বাদী দল থেকে লাতি মেরে বের করে দিয়ে বঞ্চিত তৃনমূল নেতাকর্মীদের পদে আসীন করে গ্রাম বাংলার জনপ্রিয় শহীদ জিয়ার বিএনপিকে সেই আগেরস্থানে ফিরিয়ে দিন।

,

বাংলাদেশ,জিন্দাবাদ,,

বিষয়: বিবিধ

৯০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376160
১২ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
সামছুল লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
376179
১৩ আগস্ট ২০১৬ রাত ০৩:১৭
কুয়েত থেকে লিখেছেন : যারা সামান্য পদের জন্য বিএনপিকে বিএনপি পরিবারকে শহীদ জিয়াকে কটাক্ষ করতে দ্বিদাবোধ করেনা ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File