সামনে সবার জন্য আসতেছে শিবিরীয় ঠেলা যদি সত্য বলেন।
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৮ আগস্ট, ২০১৬, ১০:১৭:২৭ রাত
ঠেলার নাম বাবাজী!সামনে অপেক্ষা করতেছে সবার জন্য ঠেলা। সত্য বলবি,ধরে নিব তুই "শিবির"
,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রক্টরকতৃক প্রশাসন দিয়ে পিঠানোর পরে ঘোষনা দিল,আবার যদি আন্দোলন করিস,সরকারকে বলব,তুরা "শিবির" তুরা " জঙ্গী" তুরা " সরকারবিরোধী"
,
লও ঠেলা,,একটু সরকারবিরোধী উল্টাপাল্টা করলেই আওয়ামমীলীগের বিরোধী রিমান্ডে নিয়ে মাইর। সুশীল তোমার এখন মৌলিক অধিকার,বাকস্বাধীনতা,স্বাধীনচেতনা কোথায়??
,
যেই জাতি নিরহ নিরস্ত্র কতগুলো তরুন যুবককে মারার খুশিতে অট্টহাসি দিয়েছিল,শিবির,রগকাটা বলে আখ্যায়িত দিয়েছিল,, সেই জাতিকে এখন শিবির জঙ্গি বলে পিঠাচ্ছে এখন অট্টহাসি দেওয়ার কে আছে??
,
উপরে তিনি সবই দেখতেছেন,সবই তার লীলাখেলা,,
"আল্লাহ করিম"
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছিবিল নাকি ধলে ধলে লগ কেটে দেয় !
আর হাসুবু যা শুরু করছে না .....
শিবিরের পোলাপানদের জন্য এটা এখন খুব দরকারী
মন্তব্য করতে লগইন করুন