সাম্প্রতিক কে বা কারা বিদেশী নাগরিক কেন হত্যা করতেছে,
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৯ জুলাই, ২০১৬, ১১:০২:২২ রাত
বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া অরাজকতায়,বিদেশী নাগরিককে হত্যার পিছনে একটি গোষ্টী নিজেদের স্বার্থে দায়ী।
,
ইস্যু ১ঃ বাংলাদেশের অর্থনীতির প্রথম খাত,পোশাক শিল্পকে পিছনে পেলে দিতে চাই ভারত! বিস্তারিত (http://goo.gl/iAip95)
,
ইস্যু ২ঃবাংলাদেশের সঙ্গে অবিলম্বে ব্যবসা, অনুদান ও সহায়তা বন্ধ করতে জাতিসংঘসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহবান জানিয়েছে গ্লোবাল হিউম্যান রাইটস কমিশন অব কানাডা। সংগঠনটি সম্প্রতি গুলশানের জঙ্গী হামলার বিষয়টি তুলে ধরে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, অষ্ট্রেলিয়া ও জার্মানীর পররাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। বিস্তারিত
(http://goo.gl/mpkAD7)
,
ইস্যু ৩ঃ ▶বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে পোশাক শিল্প খাত থেকে৷ প্রায় ৪০ লাখ কর্মসংস্থান রয়েছে এই খাতে৷ ইউরোপ-অ্যামেরিকার দেশগুলোতে পোশাক রপ্তানিতে চীনের পরেই অবস্থান বাংলাদেশের৷
গুলশান হামলায় বাংলাদেশের শিল্প হুমকি মুখে,জাপানের পোশাক খাতের ব্র্যান্ড ‘ইউনিকলো' বাংলাদেশে তাদের সফর স্থগিত করেছে৷ শুক্রবার রাতে ঢাকায় সন্ত্রাসী হামলায় সাতজন জাপানি নাগরিকসহ ২০ জন নিহত হওয়ার প্রেক্ষিতে এমন অবস্থান নিয়েছে ইউনিকলোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং৷ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঢাকার ওই সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের ২,৬০০ কোটি ডলারের গার্মেন্টস শিল্পখাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ জাপানের ইউনিকলো থেকে শুরু করে মার্কস অ্যান্ড স্পেন্সার বা গ্যাপ ইনকর্পোরেশনের মতো বড় বড় গার্মেন্ট রিটেইলাররা বাংলাদেশে তাদের বিনিয়োগ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে৷
বিস্তারিত (http://goo.gl/AT1OHd)
,
কিছু বুঝে আসল মাথায়,
শেষ পর্যন্ত পোশাক শিল্পের উপর চোখ তুলেছে ভারত,এবং তারা তাদের কাজে সফল,,
সোনার বাংলা আজ ফিলিস্তিনের মত হতে যাচ্ছে,,, অর্থনীতি মন্দা যখন বিরাজ করবে,বিদেশীরা যখন বাংলাদেশকে ভয়কট করবে,খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান যখন বন্ধ হয়ে যাবে,,তখন সাধারণ মানুষ গরু,ছাগল,কুত্তা,বিলায়,শুকুরের মত পথে,ঘাটে মরবে,
,
সবকিছু ভঙ্গবন্ধুর কেরামতি,হাসিনার মত একটা ডায়নীকে যদি জন্ম না দিত তাহলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতনা পুরা জাতিকে।
মাবূদ,বাংলাদেশ কি তাহলে,ধবংসের মুখে!
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন