কোথায় এখন চেতনাধারী ধর্মীয়, মানবতা বিশেজ্ঞরা?তোদের চেতনা কি নাভির নিচে চাপা পড়ছে?
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৮ জুন, ২০১৬, ০৬:৪৪:৩৩ সন্ধ্যা
২০২১ সালের মধ্যে ভারতকে মুসলিম মুক্ত করার ডাক দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচি।
,
সাধ্বী প্রাচি আরো বলেছেন, ‘আমরা ভারতকে কংগ্রেস মুক্ত করেছি, এবার মুসলিম মুক্ত ভারত তৈরি করতে হবে। আর এজন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
,
তিনি আরো ফের বিতর্কিত মন্তব্য করেছেন মুসলমানদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে,তিনি বলেছেন "লাভ জিহাদের"নামে ৩৫ -৪০ টি সন্তান জন্ম দিচ্ছে মুসলমানরা (নাউজুবিল্লাহ)
,
বাংলাতে একটা হিন্দুর ছেলেকে কান ধরালে অন্তত তারা মানুষ নই বলে ঘোষন দেই ড্রোন বিজ্ঞানীর মত মুসলমান বিশেজ্ঞরা,কিন্তু মুসলিম নিধন করলে তারা প্রকৃত মানুষ।
,
কই এখন নামধারী চেতনাধারী,ইসলাম গবেষক,বিশেষজ্ঞ,তোদের চেতনার মুখে থুঃথু মারলাম।
কই এখন তোদের চেতনা?
বিষয়: বিবিধ
৮৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.amardeshonline.com/pages/details/2016/06/08/339245#.V1iwPl2t-o-
,
ধন্যবাদ আপনাকে।
http://www.amardeshonline.com/pages/details/2016/06/10/339531#.V1rxpv53vIU
মন্তব্য করতে লগইন করুন