যোগ্যতা শক্তি দুনিয়ার সবচেয়ে বড় শক্তি।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ২৯ মে, ২০১৬, ১১:৫১:১৩ সকাল

বিশ্ববিখ্যাত কুস্তিগির গামা পালোয়ান আর বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল ছিলেন একই জায়গার মানুষ।তাদের উভয়ের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব,খিলাফত আন্দোলনের সময় এক সমাবেশে তার দুজনেই উপস্থিত হয়েছিলেন,, হঠাৎ করে কবি ইকবাল বলে উঠলেনঃ এইবার গামা সাহেব,বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের মাঝে কিছু বলবেন,সবাই হৈ,চৈ করে উঠলেন,হ্যাঁ,হ্যাঁ গামা সাহেবের বক্তব্য শুনবো।

,

গামা সাহেব,না,না,না,এই আত্মচিৎকারে সকলের উৎসাহের বন্যায় ভরে গেল,

,

অতি কষ্টের সহিত তিনি মঞ্চে দাড়িঁয়ে বললেনঃ "ভাই সকল আপনারা,দেহের শক্তি বাড়ানোর জন্য আপনারা সকল সন্ধ্যা কুস্তি করবেন,কাপাঁ গলায় এই কথা বলতে,বলতে তিনি বসে পড়লেন,রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে তিনি বলেন,রোজ সকালে আমি এক হাজার বৈঠক দিই এক জঝরা ঘাম দেখা যায়না,আর এই শালাপুত কবি আমারে কি মুশকিলে পেলেছে,আমার সারা গা,ঘামে ভিজে যাচ্ছে,, শালা কবি ইকবাল তুই খেয়াল রাখিস,তুই গামা পালোয়ানের গায়ের ঘাম ঝরাইছিস"।

,

শুধু গামা পালোয়ানের মত শক্তিশালী কুস্তিবিদ হলে ভালো বক্তা হওয়া যায়না,তার উজ্জ্বল দৃষ্টান্ত গামা পালোয়ান, শারীরিক,শক্তি,সুন্দর্য্যের কোন দাম নাই,যদি নিজের ভিতর যোগ্যতাশক্তি না থাকে।কেউ যদি শুকনা,বাটি,কুৎসিত,কালো হয় তাতে কিছু আসে যায়না যদি তার ভিতর যোগ্যতা থাকে,, একটু খেয়াল করেন সমাজে যাদের বেশী যোগ্যতা,তার বেশী সম্মানের অধিকারী, তার সমাজে প্রতিষ্টিত,আর গামা পালোয়াদের মত লোকদের অবস্থা সারাজীবন কলুর বলদের মত খাটা,

,

জন্মের সময় কেউ যোগ্যতা সম্পন্ন বা যোগ্যতাহীন হয়ে জন্মায়না,নিজেকে নিজে যোগ্যতা সম্পন্ন করে তুলতে হয়,তার জন্য প্রযোজন,প্রচুর পরিমানের জ্ঞান আহরণ করা, এক কথায় প্রচুর,প্রচুর।

,

বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী লিও টলস্টয়কে বলা হয়েছিল জাতীয় উন্নয়নের জন্য আপনি আমাদের মাঝে কিছু বলুনঃতিনি বলেন,আমার তিনটি পরামর্শ আছে।

,

১,পড়।

২,পড়।

৩,আরো পড়। এটি যেন মহান আল্লাহ্‌র সেই বাণী,পড় তোমার প্রভুর নামে,যিনি তোমাকে সৃষ্টি করেছে।

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370388
২৯ মে ২০১৬ দুপুর ১২:০৮
হতভাগা লিখেছেন : কবিকে যদি গামা পালোয়ান কুস্তির মন্চে নামতে বলতেন ?

আমাদের মুস্তাফিজ ইংলিশ বলতে পারে না , তাতে কি তার মাঠের পারফরমেন্স ম্লান হয়ে যাবে ?
370390
২৯ মে ২০১৬ দুপুর ১২:২১
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : কবিরর ভিতর সাহস আছে কুস্তি করতে পারবে,হয়তো হেরে যাবে,কিন্তু গামা পালোয়ান সাহস নিয়ে বক্তব্যের সূচনা করতে পারবেনা।
,
বক্তব্য দেওয়া আর কোন কাজে পারদর্শী হওয়া সেটা অন্য জিনিস,সেই যদি কাজটা করতে না পারে ও তার বক্তব্য যুক্তির মাধ্যমে তার ব্রেনে প্রতিনিয়ত এট্যাক করবে।
370406
২৯ মে ২০১৬ বিকাল ০৪:১৮
কুয়েত থেকে লিখেছেন : পাকি কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর ওজন ছিল ৩৭kg আর রাস্তার মোড়ে চাবি তৈরী কারির ওজর তিন মন তথা ১২০kg। তাই বলেকি ২ জনের মূল্য সমান..? ভালো লাগলো ধন্যবাদ
৩০ মে ২০১৬ রাত ০৩:০৫
307394
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : জ্বী ভাইয়া তা একমত,, আপনাকে অশেষ ধন্যবাদ
370424
২৯ মে ২০১৬ রাত ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : দুনিয়ায় সবটাই প্রয়োজন। যার কাজ তার জায়গায়। ইউনুস সাহেব নোবেল জিতেও চৌকীদারদের সেনাপতির কাছে দাঁড়াতে পারেন না।। তাই বলি ক্ষমতার জোরটাই এখন একটু বেশী।
৩০ মে ২০১৬ রাত ০৩:০৬
307395
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : তা ও ঠিক,বর্তমান পেশী শক্তির বল বেশী,,, একমত জনাব।
,
ধন্যবাদ শ্রদ্ধেয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File