কিভাবে আমি লিখব 'মা' রচনা,কারন আমার মা আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ২৩ মে, ২০১৬, ১১:৫৪:০২ সকাল

ছোট্ট ছেলেটি মনের ভিতর মায়ের জন্য কতটুকু কষ্ট থাকলে এইরকম মা রচনা লিখতে পারে আমার জানা নেই,, হায়রে মা,

,

পরীক্ষায় এসেছে ‘মা’ রচনা। আর তাতেই এক ১১ বছরের বালক লিখেছে, ‘আমার মা মারা গেছেন এবং তার সাথে সবকিছুই শেষ হয়ে গেছে।’আমি কি লিখব আমার সম্পর্কে। মিশরের এক স্কুল ছাত্রের লেখা এমনই এক রচনা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে পড়ে।

,

রচনাটি লিখেছেন ওসামা আহমাদ হাম্মাদ। বয়স ১১। সিনাই এর একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে। ওসামার শিক্ষক তার রচনাটি দেখে পরীক্ষার ওই খাতার একটি ছবি তুলে সেটি অনলাইনে পোস্ট করে। পরে ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায়।

,

এই বিষয়টি জানতে পেরে আল-আজহার মসজিদের সর্বোচ্চ ইমাম ওসামার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন, তার লেখাপড়ার সব খরচ তিনি নিজে বহন করবেন। এর আগে সিনাই প্রদেশের গভর্নরও ওসামাকে রাজধানী কায়রো ভ্রমণে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ্‌,,,,

,

হায়রে মা,শুধু মনে পড়ে,,, যাদের মা নাই,তারাই বুঝবে মা কি জিনিস।মনে পড়ে গেল সেই গানটি,,

,

আজ ইচ্ছে করে, তোমার কোলে একটু মাথা রাখি,

এই হৃদয়খানি উজাড় করে মা বলে ডাকি।

বিষয়: বিবিধ

২২৫২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369859
২৩ মে ২০১৬ দুপুর ১২:৩১
দ্য স্লেভ লিখেছেন : আপনার মা কে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুক
২৪ মে ২০১৬ রাত ০২:৪৯
307008
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : আমিন,ছুম্মা আমিন।
,
আপনাকে অশেষ ধন্যবাদ।
369881
২৩ মে ২০১৬ বিকাল ০৪:৪৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মর্মস্পর্শী। সত্যিই মায়ের তুলনা শুধু মা হয়।
২৪ মে ২০১৬ রাত ০২:৫০
307009
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : রাইট,মা মানে ত মা,,মায়ের কোন সঙগা হয়না,
,
ধন্যবাদ আপনাকে জনাব।
369899
২৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:১৮
কুয়েত থেকে লিখেছেন : মা না থাকা কিযে কষ্টের তা সেই বুঝে যার মা নেই। মা সে তো জান্নাতের একটি অংশ। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২৪ মে ২০১৬ রাত ০২:৫৩
307010
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : তারাই বুঝবে মা কি জিনিস,, যার মায়ের থেকে দূরে বা মা দুনিয়া ছেড়ে চলে গেছে,এক কথায় মা মানি মা,
,
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
369916
২৩ মে ২০১৬ রাত ০৮:৪৫
আফরা লিখেছেন : দেখছেন বিদেশীরা কত ভাল মা মারা গিয়েছে বলেই তাকে কত সুযোগ সুবিধা দিল । আর আমাদের বিডি ব্লগে বাবাকে নিয়ে প্রতিযোগীতে হয়েছিল । আমার বাবা এটা নিয়ে আমি গল্প লিখেছিলাম কিন্তু তবু আমাকে ১ম, ২য়, ৩য় ------------কোন পুরস্কার দেয় নি এমন কি একটা শান্তনা পুরস্কার ও দেয় নাই !!!!

ধন্যবাদ আপনার লিখাটা ভাল লাগল ।
২৪ মে ২০১৬ রাত ০২:৫৫
307011
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : আফসোস, আপনার জন্য,তখন খুব কষ্ট লাগে,যখন লিখাটি পাঠক বা কতৃপক্ষ মূর্লায়ন করেনা।
,
আপনার জন্য আমার হৃদয়ের ৫৪৩ ফুট গভীর থেকে শ্রদ্ধা আর ভালবাসা রইল,,ধন্যবাদ শ্রদ্ধেয়।
২৪ মে ২০১৬ সকাল ১১:০৭
307018
আফরা লিখেছেন : না না ভাইয়া এটা ভুল পাঠকেরা অনেক বেশী মূল্যায়ন করেছিল তাদের অনুরোধে আমার সেই পোষ্টকে স্টিকি করেছিল ।
এটা আমি শুধু ফান করে বলেছি ।
370029
২৫ মে ২০১৬ রাত ০৩:২৭
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : ও তাই,তাহলে আপনি সার্থক,আপনি ব্যর্থক নই,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File