কিভাবে আমি লিখব 'মা' রচনা,কারন আমার মা আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে।
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ২৩ মে, ২০১৬, ১১:৫৪:০২ সকাল
ছোট্ট ছেলেটি মনের ভিতর মায়ের জন্য কতটুকু কষ্ট থাকলে এইরকম মা রচনা লিখতে পারে আমার জানা নেই,, হায়রে মা,
,
পরীক্ষায় এসেছে ‘মা’ রচনা। আর তাতেই এক ১১ বছরের বালক লিখেছে, ‘আমার মা মারা গেছেন এবং তার সাথে সবকিছুই শেষ হয়ে গেছে।’আমি কি লিখব আমার সম্পর্কে। মিশরের এক স্কুল ছাত্রের লেখা এমনই এক রচনা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে পড়ে।
,
রচনাটি লিখেছেন ওসামা আহমাদ হাম্মাদ। বয়স ১১। সিনাই এর একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে। ওসামার শিক্ষক তার রচনাটি দেখে পরীক্ষার ওই খাতার একটি ছবি তুলে সেটি অনলাইনে পোস্ট করে। পরে ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায়।
,
এই বিষয়টি জানতে পেরে আল-আজহার মসজিদের সর্বোচ্চ ইমাম ওসামার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন, তার লেখাপড়ার সব খরচ তিনি নিজে বহন করবেন। এর আগে সিনাই প্রদেশের গভর্নরও ওসামাকে রাজধানী কায়রো ভ্রমণে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ্,,,,
,
হায়রে মা,শুধু মনে পড়ে,,, যাদের মা নাই,তারাই বুঝবে মা কি জিনিস।মনে পড়ে গেল সেই গানটি,,
,
আজ ইচ্ছে করে, তোমার কোলে একটু মাথা রাখি,
এই হৃদয়খানি উজাড় করে মা বলে ডাকি।
বিষয়: বিবিধ
২২৫২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
,
আপনাকে অশেষ ধন্যবাদ।
,
ধন্যবাদ আপনাকে জনাব।
,
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ধন্যবাদ আপনার লিখাটা ভাল লাগল ।
,
আপনার জন্য আমার হৃদয়ের ৫৪৩ ফুট গভীর থেকে শ্রদ্ধা আর ভালবাসা রইল,,ধন্যবাদ শ্রদ্ধেয়।
এটা আমি শুধু ফান করে বলেছি ।
মন্তব্য করতে লগইন করুন