দু'মুটো আগে নুন দিয়ে ভাত চাইঁ,তারপর ক্রিকেট,,,,

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০২ এপ্রিল, ২০১৬, ১২:৩৪:৪৯ দুপুর

আবুইল্লার ঘরের একমাত্র রোজগারের হাতিয়ার তার একমাত্র পুলা রফিক্কা। আবুইল্লা ও অসুস্থ , আবুইল্লার স্ত্রী ও অসুস্থ ,, আবুইল্লার পোলা রফিক্কা যদি আজ কাম করে ঘরে টাকা না আনে নুন দিয়ে দু'মুটো ভাত আর দুই টিক্কা দুইটা প্যারাসিটামল ও জুটবেনা কপালে ,, খুব সকালে আবুইল্লার পোলা রফিক্কা কাজের সন্ধানে বাহিরে বের হল ,বাহিরে বের হয়ে জানতে পারল,,আজ বাংলাদেশ আর ভারতের ক্রিকেট ম্যাচ ,, সেই সুবাদে আবুইল্লার পোলা রফিক্কা কৌতূহলী মনে কাজে না গিয়ে চা'য়ের দোকানে বসে সারাদিন ক্রিকেট ম্যাচ উপভোগ করল,ক্রিকেট ম্যাচ শেষ হল মাগরিবের পর,সবার মত রফিক্কা ও দোকান থেকে উঠে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে যখন সেই পৌছল সেই দেখতে পেল--তার মা,বাবা দুইজনেই দাড়িঁয়ে আছে ঘরের দরজার পাশে,,মা,বাবার ভাবনা--কখন ছেলে কাম করে টাকা আনবে,কখন দোকান থেকে চাউল,ডাল, কিনবে,কখন চুলায় আগুন জ্বলবে,কখন ডাইবেটিস এর ওষুধের জন্য দোকানে যাবে, অতঃপর আবুইল্লার পোলা রফিক্কা ঘরে গিয়ে বলল বাবা,মা আমি আজ কাজ করিনি,আজ ক্রিকেট খেলা দেখছি,,এখন কি বিসিবির পক্ষ থেকে তাকে চাউল দেওয়া হবে?

চাউল রান্না করতে পারেনি,সারারাত উপবাস থাকল আবুইল্লার ফেমিলি শুধুমাত্র রফিক্কা ক্রিকেট খেলা দেখার জন্য। (বর্তমান আমাদের দেশটা আবুইল্লার ফেমিলির মত)

,

আমাব বড় ভাই নিজেও ক্রিকেট খেলে এবং ক্রিকেটেরও পাগলা ভক্ত,বিদেশ থেকে সরাসরি খেলা উপভোগ করার জন্য গাজি টিভির সাথে কন্টাক্ট করে পেলেছিল,মাসিক বিলের মাধ্যমে।ওইদিন বাংলাদেশ ১রানে হারিয়ে যাওয়ায় খেলোয়াড়দের জুতা মারতে না পেরে,তার ২ মাসের অক্লান্ত পরিশ্রমের রোজগারের টাকার স্বাদের ফোন Samsung S5 টাকে ওহ শিট বলে আছাড় মেরে দিল,ফোনটা পুরা নষ্ট হয়নি,তবে স্কিন পুরা ফেটে লণ্ডভণ্ড হয়ে গেছে,, এখন ভাইয়ার কাছে প্রশ্ন করিলাম, বিসিবি কে মেইল করে বলঃ আমি একজন ক্রিকেটের পাগলা ভক্ত,ওইদিন আপনারা বাজে খেলায় আমি ফোনের উপর রাগে প্রতিশোধ নিয়েছি,প্লিজ আমার ফোনটা ঠিক করার জন্য বাংলার ১০ হাজার টাকা প্রয়োজন,এখন হেল্প চাই? জানতে চাই বিসিবি কি সত্যিই হেল্প দিবে?

,

আমি ক্রিকেট খেলি,ক্রিকেটকে মনেপ্রাণে ভালবাসি, শ্রদ্ধা করি,তবে আমার ভালবাসা,শ্রদ্ধাটা এতটুকু না যে,যেই ভালবাসায়,শ্রদ্ধায় আমার ক্ষতি হবে,আমার সাধারণ ভালবাসা,শ্রদ্ধাটুকুকে বয়কট করা হবে। এইত গতকাল ইন্ডিয়ার হারে মিনিটে শত শত পোষ্ট আপডেট দিচ্ছিল,তখন আমি ও একটি পোষ্ট দিলাম, "ভাইরে খেলা আমি ও দেখছিরে,এইটা নিয়ে এভাবে মাইকিং না করলে কি হয়না" তখন সেইখানে আমাকে অনেক ধরনের নামে উপাধি দিল।

,

আমি জানতে চাই? আপনার মত,আমার মত নিরহ খেটে খাওয়া মানুষদের এই ইন্ডিয়ার হার,জিতে নিজেদের কি বা লাভ হবে? একজন বলল খুব আনন্দ,আজ ভাত ও খাওয়া লাগবেনা,পেট ভরে গেছে? যদি এইরকম একটি স্ট্যাটাস আর খেলার কারনে যদি পেট ভরে যায়,তাহলে একটি নয়,খেলার সময় আমার ওয়াল থেকে ১ হাজারটা পোষ্ট আপডেট দিব,সাধারণ মানুষ কি ক্ষুধামুক্ত হবে?

,

ফিল্ম তৈরী করে নায়ক নায়িকারা টাকা ইনকাম করার জন্য,এক শ্রেনীর মানুষ জীবনটাকে ফিল্মের রূপ দিতে চাইঁ,এক কথায় ফিল্ম মানেই ফিল্ম,জীবন মানেই জীবন। বর্তমানে খেলা যারা খেলা খেলে শুধু তাদেরই লাভ,মুস্তাফিজের একসময় একটা সাইকেল কিনার স্বাদ্য ছিলনা কিন্তু এখন সেই R15 মোটর সাইকেল নিয়ে চলাফেরা করে,এক সময় গ্রামের জরিনাবানু ও তাকে পছন্দ করতনা,এখন তাকে ইন্ডিয়ার ক্যাটারিনা ও বিয়ের প্রস্তাব দিতে ভয় পায়, ঠান্ডা বিবেক দিয়ে যদি চিন্তা করি,আমাদের সাধারণ মানুষের কিছু লাভ নেই এই খেলাতে,তালি দিয়ে হাত দরদ করি সেটা ও আমাদের ক্ষতি, আরেক মনে যদি চিন্তা করি,খেলাধুলা আমাদের অহংকার,দেশপ্রেম,ভালবাসার প্রতীক, তবে আমি এই শুকনা দেশপ্রেম,শুকনা ভালবাসা ত দিয়ে কি করব,,, আমি আগে চাইঁ প্রত্যেক মানুষের মুখে নুন দিয়ে দু'মুটো ভাত। তারপর খেলাধুলা।

,

একটি দেশের মানুষ খেলাধুলা নিয়ে তখনই,লাফালাফি চিল্লাফাল্লা, করতে পারে,যখন প্রত্যেক মানুষের ফরজ,মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন হবে,খাদ্য,বস্ত,চিকিৎসা, বাসস্থান,শিক্ষা,ইত্যাদি পরিপূর্ণতা লাভ করবে,,কিন্তু পুরা অধিকারগুলো বাদ বা দিলাম,শুধু নুন দিয়ে যেই দেশের মানুষের মুখে দু'বেলা ভাত জুটেনা,সেই দেশে আবার মৌলিক কাম বাদ দিয়ে যৌগিক কাম খেলা নিয়ে এত্ত ব্যস্ত থাকি,তা আমাদের মত জাতির কাছে ত শুভা পায় না?এজন্য পৃথিবীর বুকে আমাদের নাম হুজুগে লাফানী বাঙ্গালী।

,

চিটাগাং ভার্সনের একটা মুরাল আছেঃপরনে নাই তেনা,মিটা দি খাইতে চাই ভাতখানা।

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364391
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫১
কুয়েত থেকে লিখেছেন : দেশের বেকার যুবকদের কে পংগু বানানোর জন্যই এই খেলার আযোজন ধন্যবাদ আপনাকে
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৯
302263
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া,আপনাকে অশেষ ধন্যবাদ।
364393
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বিবেকহীনরা তো এমন কাজই করে
তবে নাম গুলির উচ্চারনের ব্যাপারে একটু সতর্ক হওয়া উচিত অর্থাত সটিক নামটি উচ্চারন কিন্তু দরকার
অাপনাকে অনেক ধন্যবাদ
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৩
302367
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : দুঃখিত ভাইয়া একটু মজা করলাম,,আপনাকে ও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File