কৌতুহলী মন বার বার প্রশ্ন করে কাদের বিচারের জন্য ফেইসবুক,ব্লগ,রাজপথে ঝড় তুলতেছি?এরা ত নাকের ডগালে?
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ২৭ মার্চ, ২০১৬, ১১:২৪:৩৯ সকাল
ধর্ষন মামলা দায়ের করায় ধর্ষিতাকে ৭দিনের মধ্যে হত্যা করার হুমকি দেয় আওয়ামীলীগ নেতা।(স্বাধীনতার প্রথম প্রহরের ঘটনা)
,
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
,
পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে গত সাত দিন ধরে বন্দি করে রাখা হয়। বন্দিদশা থেকে পালিয়ে এসে সে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করে।এর পর থেকে পুলিশ হেফাজতে থাকা ওই ছাত্রীকে খুন করার হুমকি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে তাকে পাগল সাজানোর যড়যন্ত্র করা হচ্ছে। ধর্ষিতার মেডিকেল টেস্ট শনিবার করার কথা থাকলেও তা হয়নি। শনিবার ধর্ষিতা ছাত্রীটি এই প্রতিবেদককে এসব কথা বলেন।
,
মামলার অভিযোগ ও ওই কলেজছাত্রী বলেছেন তাদের বাড়ি মিঠাপুর উপজেলার শীতলগাড়ী নয়াপাড়া গ্রামে।স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক পড়াকালীন সময়ে মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এর পর বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।এ সুযোগে ওই ছাত্রীকে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন প্রথম উপজেলা পরিষদের অফিস কক্ষে ধর্ষণ করে। এর পর রংপুর পর্যটন মোটেল, বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের গেস্ট হাউস এবং ওই নেতার শঠিবাড়ি এলাকার নিজ বাড়িতে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।সম্প্রতি ওই ছাত্রী তাকে বিয়ের জন্য বললে জাকির তা অস্বীকার করে। এর পর তাকে নানাভাবে ভয়-ভীতি দেখানো হয়।
,
তার বাবা-মায়ের আর্থিক অচ্ছলতার সুযোগ নিয়ে তাকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য তিন লাখ টাকা দেয়া হয়। এছাড়া এ নিয়ে জানাজানি করলে তার বাবার সরকারি চাকুরি থেকে বরখাস্ত করারও হুমকি দেয় ওই আওয়ামী লীগ নেতা।এরপরও ওই ছাত্রী অন্যত্র বিয়ে করতে রাজি না হলে তার বাবা-মাকে ডেকে জাকির হুমকি দিয়ে বলেন, তাকে যেন বাড়ি থেকে বের হতে দেয়া না হয়। এ ঘটনা যেন বাইরের কেউ জানতে না পারে।
,
কৌতুহলী মন বার বার প্রশ্ন করে? ফেইসবুক ব্লগে কার বিচারের দাবিতে ২৪ ঘন্টা চিল্লাইতিছি আমরা?
,
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন