ফাসি ফাসি শব্দটা সমাজের সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছে তা সমাজ থেকে আলাদা করা আজ অসম্ভব,,, সমাজ আজ কুলষিত,,,,

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৯ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৯:১২ রাত

ছেলেকে মা বাবা বকুনী দিলে বা হিট করে কথাবার্তা বললে ,,,, তখন ছেলের মুখ থেকে উত্তর বের হয় আমি ফাসি খাবো,,,

,

ফাসিটা আসলে কি? ফাসিটার স্বাদ কেমন?

,

৬ বোন,,১ ভাই,,, তাদের বংশের একমাত্র উজ্জ্বল নক্ষত্র সেই ভাইটি,,, যেই তার বংশকে বৃদ্ধি করতে পারে,, ৬ বোন তাদের ছোট্ট ভাইটাকে এত যে আদর করে তা আমি প্রকাশ করার মত শব্দ পাচ্ছিনা,,, ছোট ভাইটি যেন তাদের দেহের অবিচ্ছেদ্য অংশ,,,

,

একদম বোনগুলোর নিজের ছেলের মত,ভাইটা ও বেশ হান্ডসাম,,,একদম চাইনিস ছেলের মত,,, মা বাবার শেষ্য ছেলে তাই সবাই আদর করে,,,,,,

,

আজ বাডি থেকে হঠাৎ করে কল আসল,,, তুর ক্লাসমিটের ভাই,,,,x,,,,, কে তার মা দোকানে যেতে বলল, সেই মায়ের কথা শুনেনি,, বাবা এসে বুকুনি দিছে,,,সেই রাগে,,, দুপুরে যখন সবাই ঘুমিয়েছে সেই চাদের উপর উঠে দডি নিয়ে ফাসি খেয়ে পেলেছে এবং সাথে সাথে সেকেন্ডের ভিতর মারা গিয়েছে,,,

,

খুব কষ্ট লাগল,, এবং দীর্ঘ নিশ্বাস পেললাম,অটুমেটিক আমার চোখ দিয়ে লোনা পানি ছেডে দিল,,,

,

যাদের ভাই বোন একটার অভাব আছে তারা বুঝবে,,, বোনের বা ভাইয়ের কত কদর,,, অন্য কেউ না।

,

আমার স্কুল লাইফে আমার সেই গার্লস ক্লাস ফ্রেন্ডটির ভাইটির সাথে খুব দুষ্টামি করতাম, কারন ছেলেটিও খুব হট ছিল,,,আর আমার সেই গার্ল ক্লাসমিট ও আমাকে বকত,,,

,

কোন ছোট্টপোলা আমার দুষ্টামিতে কান্না করলে আমি খুব মজা পেতাম,,,

,

আপনাদের ছোট ভাই বোন এই রকম বেশী হট টাইপের ভূত গুৎসাওলা হলে বেশী বকবেন না। (অনুরুদ)

,

রিয়েলি তোমাকে খুব মিস করছি S,,,হে আল্লাহ এই নিস্পাপ শিশুটিকে আপনি জান্নাত দান করুন।

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File