ভাই আপনার হাতে ধরি পায়ে ধরি,,,প্লিজ আমাকে মাইরেন্না।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৫:১৯ রাত

ভাই আমি শুধু ভাতে পেটে কাজ করি,এখানে আমার কোন হাত নেই, ভাই আমাকে মাইরেন্না,

,

আমি আপনার ঘরের ছোট ভাইটির মত,,, ভাই আমার কোন দোষ নেই,,, ক্যান্টিন কতৃপক্ষ আমাকে টোকেন ছাডা খাবার দেইনি তাই আনতে পারিনি,, ভাই আপনার হাতে ধরি পায়ে ধরি প্লিজ আমাকে মাইরেন্না,,, ভাই আমাকে মাইরেন্না,ঠিক এইভাবে কেদে কেদে বলেছিল ক্যান্টিনের বালকটি।

,

ঢাবিতে ‘ফাও’ খাবার দিতে দেরি, ক্যান্টিন বয়কে পেটালো ছাত্রলীগ।

,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে মোকাম্মেল নামে ছাত্রলীগ কর্মীর ‘ফাও’ খাবার দিতে দেরি করায় ক্যানটিন বয় ও এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, রবিবার দুপুরে মোকাম্মেল নামের এক ছাত্রলীগ কর্মী পরিচয়দানকারী বিজয় একাত্তর হলের ক্যান্টিনে খেতে বসেন। এরপর তিনি ক্যান্টিনের বয়কে খাবার আনতে বলেন।

,

কিন্তু ক্যান্টিনে খাবারের টোকেনের টাকা না দেওয়ায় ওই বয় খাবার আনতে পারছিলেন না। ফলে ওই ক্যান্টিন বয়কে বেধডক মারধর করে মোকাম্মেল।

,

পরে বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের হলের এক ছাত্র এগিয়ে গেলে তাকেও মারধর করেন মোকাম্মেল।

,

ক্যানটিন কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, মোকাম্মেল প্রতিদিনই ক্যানটিনে টাকা ছাড়া ফাও খান। তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন।

,

মো. ইসমাইল নামে ক্যান্টিনের এক পরিচালক জানান, টোকেন ছাড়া খাওয়া নিষেধ বলা হলেও ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতা-কর্মী এই ক্যান্টিনে নিয়মিত ফাও খাচ্ছেন।

,

রবিবার দুপুরে প্রতিদিনের মতো টাকা ছাড়াই খেতে আসেন ছাত্রলীগকর্মী পরিচয়দানকারী মোকাম্মেল। এ সময় খাবার আনতে দেরি হওয়ায় ক্যানটিনের কর্মী শাহজাহানকে মারধর করে মোকাম্মেল।

,

তখন ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র কামরুল ইসলাম এগিয়ে গেলে তাকেও মারধর করেন তিনি।

,

পরে হলের নেতারা এসে বিষয়টি মীমাংসা করে দেন।

,

কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু ডু নাউ,,,, দেশে কি আইন-গাইন আমরা কি সত্যিই হারিয়ে পেলেছি★

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File