মায়ের চোখে ঘুম নেই

লিখেছেন লিখেছেন ক্ষূদ্র কবি ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৫:৫৪ সন্ধ্যা

মায়ের চোখে ঘুম নেই ,

ছেলে ফেরেনি ঘড়ে...

পত্রিকা খুললেই-

শুধু গুম খুনের সংবাদ চোখে পড়ে !

মা বলে-

স্বাধীনতা কি এই অরাজকতার তরে ,

অর্জিত ত্রিশ লক্ষ লাশে ?

এখনো কত মায়ের বুক ,

নিত্য খালি হচ্ছে ক্ষনে ,

চারদিকে রক্তজমাট লাশ পড়ে থাকে ।।

রক্তে আবার ভিজছে মাটি ,

মা নিরবে চোখ মোছে ,

মায়ের চোখে ঘুম নেই ,

ছেলে ফিরেনি ঘড়ে ।।

বিষয়: সাহিত্য

১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File