কাপুরুষের দল
লিখেছেন লিখেছেন অভিশপ্ত সাহিত্যিক ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৩:০২ রাত
সোনার বাংলায় আমি অভিশপ্ত এক মানব , বিবেক দংশনে জ্বলি নিরহ জনতা হত্যা করে শিক্ষিত সব মানবরূপী দানব ! প্রতিবাদ করতে পারি না নিজেই কেঁদে ভাসাই যে বুক , আলো থেকে আঁধারে লুকিয়ে রাখি কলংকিত এ মুখ ! নিষ্পাপ সোনামনি গুলো আমায় অভিশাপ দেয় যেন ফিলিস্তিন থেকে , অসহ্য নরক যন্ত্রণা ঘিরে রাখে আমাকে ! ঐ প্রভুর কাছে বিচার দেই ভীরু কাপুরুষের মত , প্রভু দেখো না একবার চেয়ে তোমার প্রিয় মানুষ গুলো মরছে কত ? প্রভু আজ ও দেয়নি আমার প্রশ্নের জবাব , ওরাই তো স্বর্গে আছে যারা মুসলিমের কলিজা কেটে তৈরি করছে কাবাব ! আর আমরা মুসলিমরা কাপুরুষের দল , নিজেরাই কামড়া কামড়িতে ব্যস্ত করছি কোলাহল ! ইবলিশ আমাদের কাঁন্না দেখে হাসে ক্রুর হাসি , দিতেই হবে অভিশপ্ত সাহিত্যিকের ফাঁসী !!
বিষয়: সাহিত্য
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন