আবার লাশ!

লিখেছেন লিখেছেন অউপজাতীয় ১৯ এপ্রিল, ২০১৬, ০৪:৫৬:৫৮ বিকাল

আবারও ৩টি লাশ পরলো। বান্দরবানের থানচি সড়কে চাদার দাবীতে ৩গরু ব্যবসায়ীকে অপহরণ করে সন্তু লারমার জনসংহতি সমিতি। চাদা দিতে না পারায় গলা কেটে হত্যা করে ৩ গরু ব্যবসায়ীকে। মজলুমের পরিবারের দাবি এর আগে ৩০ হাজারেরও অধিক বাঙ্গালী হত্যা করে উপজাতী সন্ত্রাসীরা তার একটিও বিচার হয়নি। যদি আগেরগুলো বিচার হতো তবে তারা আবার করতে সাহস পেতনা। স্থানীয় বাঙ্গালীরা অবরুধ ডাকলে প্রশাসন ১০ জন বাঙ্গালী যুবককে ধরে নিয়ে যায়। যাদের এখনো ছারেনি। জনগন মনে করছে চাদাবাজীতে প্রশাসনে গোপন হাত আছে। তারা সরকারের সুদৃষ্টি কামনা ও জনগণের উপর বিচারের দায় দিয়েছেন।

বিষয়: বিবিধ

৯১৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366287
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এগুলো মিডিয়া তেও আসেনা, হলুদ মিডিয়া যুদ্ধাপরাধী ও নিরিহ জামাত শিবির নিয়ে ব্যস্ত
366328
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উপজাতিয়রা করলে তো অপরাধ হয়না!!!
366398
২০ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩৭
হতভাগা লিখেছেন : ওরা মনে হয় স্বাধীনতা চাচ্ছে । না দেওয়াতে জালাচ্ছে ।

দিয়ে দিক তাদেরকে স্বাধীনতা । এই গ্যান্জাম এখনও মাথায় রাখার কোন মানেই হয় না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File