এটাকে স্বাধীনতা বলেনা।

লিখেছেন লিখেছেন অউপজাতীয় ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৯:৪০ সকাল

৩০ হাজার বাঙ্গালীর রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা উরে ৬৪ জেলায়। কিন্তু স্বাধীনতার স্বাধ ৪৪ বছরেও ভোগ করতে পারেনি পার্বত্য এলাকার লোকজন। বরং পাকিস্তানি বাহীনির বর্বরতার চেয়ে বর্তমানে বেশি চলছে পার্বত্য এলাকার লোকজনের উপর। ইউপিডিএফ,জেএসএস,সংস্কারপন্থী জেএসএস এর মাতাল চাদাবাজি,অপহরণ বাণিজ্য,গুম ইত্যাদিতে ভরপুর রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবানের লোকজন। অথচ এখানও রয়েছে সরকারি সকল নিরাপত্তা বাহীনি,আছে নির্যাতন করার লাইসেন্স দ্বিতীয় সংবিধান। নাই বাঙ্গালী আছে অউপজাতীয়। নাই বঙ্গবন্ধুর চেতনা আছে একজণ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধি। আছে শত শত মুক্তিযোদ্ধা। তবে কেন স্বাধীনতার স্বাধটুকু থেকে আমরা বন্চিত? স্বাধীনতার ধারক,মুক্তিযোদ্ধের চেতনার সরকার কে প্রশ্ন।

বিষয়: বিবিধ

৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File