শত নিয়ম এবং অর্থদন্ড

লিখেছেন লিখেছেন বর্ণপথিক ০৪ ডিসেম্বর, ২০১৫, ১২:২৫:৪৭ দুপুর

বিস্তারিত নয়, একেবারে কি ওয়ার্ডের মাধ্যমে সংক্ষেপেই বলছি-

১) ভূমি সংক্রান্ত, এস আর কিংবা আর এস দাগ সম্বলিত করা। সিটি কর্পোরেশন বাড়িয়ে মানুষের অযথা জমি নিয়ে হয়রানি। জমি রক্ষার্থে বিভিন্ন ভূমি অফিসে, কেরাণী কিংবা মামলায় মানুষ ঢেলে দিচ্ছে শ্রমের মূল্যবান অর্থ ।

২) কয়েক মাস পূর্বে- অবাধে রাস্তা পারাপারে, নির্দিষ্ট হারে জরিমানা। কিছুদিন প্রচুর অর্থ আদায়ের পর আবার নিষ্ক্রিয়তা।

৩) অবৈধ দোকান পাট উচ্ছেদ, নাম করিয়ে হকারদের নিকট হতে দোকান রক্ষার্থে টাকা আদায় এবং কিছুদিন পর উচ্ছেদ কিন্তু আবার পূর্বাবস্থা ।

৪) আনফিট যানবাহন বাতিল। ভঙ্গুর অচল গাড়ি রাস্তায় অবাধে চলাচল, মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ।

৫) কিছু দিন পর পর সাধারন জনগন অবাধে অবৈধ গ্রেফতার, এবং লক্ষাধিক অর্থের বিনিময়ে মাস খানেক পর জামিন। এছাড়া নানান হয়রানি।

কিছু ভালো কাজে অর্থ প্রদান কিংবা আদায় ভালো। কিন্তু হয়রানি করিয়ে আমাদের মত আমজনতার নিকট থেকে অর্থআদায় অবৈধ বলেই বিবেচিত।

বিষয়: বিবিধ

৮৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File