ভালোবাসা

লিখেছেন লিখেছেন তারছিড়া ৩০ নভেম্বর, ২০১৫, ০৯:০৬:০৩ রাত

তোমাকেই ভালোবাশি

[ বিঃদ্র] হাল্কা পাতলা কবিতা লিখতে চেষ্টা করি । আজ বসে বসে লিখলাম , কেমন হয়েছে তা জানিনা তবে লিখতে চেষ্টা করেছি এটাই বেশি

তোমাকেই ভালোবাশি

ভালো লাগে হাঠতে তোমার হাত ধরে

ভালো লাগে হারাতে তোমার পরে

নিশি-দিন করি তোমারি ভাবনা

ভালো থেকো, করি শুধু এই কামনা

নদী যেমন সাগরের বুকে চায় মিশ্ব যেতে

আমিও চাই তোমার মাঝে হারাতে

দিনের শেষে যখন নামে আধার

তখনি ইচ্ছা হয় তোমাকে কাছে পাবার

নীদহীন চোখে তোমার সপ্ন রাশি রাশি

চিৎকার করে বলি ......

আমি তোমাকেই শুধু ভালোবাশি

বিষয়: সাহিত্য

৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File