অবিশ্বাস্য হলেও সত্যি,পাকিস্তান বিশ্বের লঘু বর্ণবাদী দেশ গুলোর একটিঃ ওয়াশিংটন পোস্ট

লিখেছেন লিখেছেন জাওয়াদ স্পিকিং ২৮ নভেম্বর, ২০১৫, ০৬:৪৫:৫৩ সন্ধ্যা

অর্থনৈতিক অবস্থার সাথে বর্ণবাদের সম্পর্ক নিরুপনে দুই সুইডিশ অর্থনিতীবীদ জরিপ চালান।এজন্য,তাদের বিভিন্ন দেশে ভিন্ন বর্ণের মানুষের প্রতি সহনশীলতার মাত্রা নিরূপনের পদ্ধতির প্রয়োজন পড়ে।তারা বৈশ্বিক মূল্যবোধ জরিপের দ্বারস্থ হন।জরিপে অংশগ্রহণকারীদের ৮০ টিরও বেশী প্রশ্ন করা হয়, তারা কোন ধরণের লোকেদের প্রতিবেশী হিসেবে দেখতে চান না।

জরিপের সবচেয়ে আশ্চর্জনক বিষয় হল আভ্যন্তরীণ সহিংসতায় জর্জরিত পাকিস্থান লঘু বর্নবাদী দেশের তালিকায় থাকা।পাকিস্তানিরা জার্মান ও ডাচদের থেকেও বেশী সহিষ্ণু ভিন্ন বর্ণের প্রতি। জরিপে ৬.৫% পাকিস্তানি,২২.৭% ফ্রেঞ্চ,২৮.৩% বাংলাদেশী,৪৩.৫% ভারতীয়,৫১.৪%জর্ডানী কোন ভিন্ন বর্ণের প্রতিবেশী চাননা ।

মধ্যপ্রাচে ইমিগ্রেশন বড় ইস্যু না হলেও মদ্ধ্যপ্রাচ্য ভিন্ন বর্ণের মানুষের প্রতি খুব একটা সহনশীল না।মধ্যপ্রাচ্যের লেবার ফোর্স হলেন বাইরের দেশের দরিদ্র শ্রমিকরা।আবার,দ কোরিয়ানরা উচ্চ-শিক্ষিত,অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেও প্রতি ৩ জনের ১ জন দ. কোরিও ভিন্ন বর্ণের প্রতিবেশীর সাথে থাকতে চান না।

সুত্রঃClick this link

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351836
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
শেখের পোলা লিখেছেন : এ আবার কি খবর! নিশ্চয়ই ওরা ঘূষ দিয়েছে৷ মাদের চোখে ওরা সব চাইতে অ সহিষ্ণু জাতী৷ আমাদের ইলিশ মাছটাও মেরে খেয়ে গেছে৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File