আওয়ামী রাজনীতির বাকশালী নমুনা এবং আমাদের জামায়াত বিরুধী ভূল ধারনা!

লিখেছেন লিখেছেন বাকশাল নিপাত যাক ২৫ নভেম্বর, ২০১৫, ০৫:৩১:৪০ সকাল

৫৭ জন চৌকুস সেনা অফিসার হত্যা,দেশপ্রেমিক জামায়াত নেতাদের বিচারের নামে জুডিশিয়াল কিলিং,ইলিয়াস আলীসহ বিএনপি- জামায়াতের অসঙ্ক নেতাকর্মী গুম ও হত্যা।সর্বশেষ বিশিষ্ট পার্লামেন্টারিয়ান জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাসি সবকিছু একই সূত্রে গাথা। আমরা অনেকে বিএনপি করি কিন্তু জামায়াতের বিরুধিতা করি ঠিক আছে,কিসের ভিত্তিতে আমরা জামায়াতের বিরুধিতা করছি একবার কি ঠান্ডা মাথায় চিন্তা করছি? হে এটা ঠিক কৌশলগত কারণে জামায়াত মুক্তিযুদ্ধের বিরুধিতা করেছিল তাই বলে আপনাদের কি বিশ্বাস হয় জামায়াত নেতারা শত শত নারীকে ধর্ষণ করেছেন? আমি বক্তিগতভাবে বিএনপি মাইনডেড ফ্যামিলি থেকে এসেছি এবং জামায়াত সম্পর্কে নেতিবাচক ধারণা আমারও ছিল যখন আমি উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত ছিলাম।কিন্তু যখন কাম্পাসে নামাজে যেতাম তখন একমাত্র ছাত্রশিবিরের ভাইদের ই দেখতাম দলবেদে নামাজ পড়তে।ঠিক তখন থেকেই শিবিরের ভাইদের সাথে উঠাবসা করে জামাতশিবির সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল।আরেকটি কথা আমার প্রানপ্রিয় বিএনপি ভাইদের বলব,সেটা হলো আজ পর্যন্ত জামায়াত অথবা ছাত্রশিবিরের মধ্যে নেতৃত্ব নিয়ে অথবা অন্য কোনো কারণে নিজেদের মধ্যে মারামারি করতে দেখেছেন? এবার আসল কথায় আসা যাক, আয়ামিলিগ জামায়াত নেতাদের শেষ করে বিএনপিকে ধরবে তারপর আপনাকে-আমাকেও ছাড়বেনা।বিএনপি মাঠে সরব থাকলে অন্তত সালাউদদীন কাদের চৌধুরী সাহেবকে ফাসির দড়ি পরতে হতনা! আশর্য,বিএনপি একটা বিবৃতিও দিলোনা জনাব কাদেরের জন্য অথচ তিনি বিএনপির জন্য কি না করেছেন? আসুন নিজেদের মধ্যে ভেদাভেদ ভূলে গিয়ে আপনার-আমার প্রিয় মাতৃভূমিকে অত্যাচারী বাকশালের হাত থেকে রক্ষা করি নয়তো দেখবেন একদিন দাড়িয়ে সত্য বলার মত লোক খুঁজে পাওয়া যাবেনা।আল্লাহ আমাদের সবাইকে দাবি আদায়ের সংগ্রামে শামিল হওযার তৌফিক দান করুন...আমিন

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351345
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১৯
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : একমঞ্চে ফাসিই প্রমান করে একমঞ্চেই থাকতে হবে সাকা+মুজাহিদের উত্তরসূরীদেরকে। তবে হয়ত তা বিএনপি+জামায়াত নয়, অন্যকোন নতুন নামে।
355595
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৬:৪৯
বাকশাল নিপাত যাক লিখেছেন : হে যুগে যুগে বাংলার জনগন আওয়ামী-জামায়াত সখ্য ও কিন্তু দেখেছে।
কাজের বেলায় একাকার
কাজ ফুরালে রাজাকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File