একরাম হত্যাঃ নোংরা রাজনীতির কালো হাত

লিখেছেন লিখেছেন ওয়েলকামজুয়েল ০৩ জুন, ২০১৮, ১০:৩৩:০৪ রাত

রাজনীতি যে কতটা নোংরা আবারো প্রকাশ পেল এই একরাম হত্যা ওরফে ক্রসফায়ার ওরফে বন্দুকযুদ্ধের কারণে। একরাম তার নিজের এলাকায় যুবলীগের সভাপতি, যতদূর জানা গেছে এম পি বদির ঘনিষ্ঠ। আমাদের এই মিডিয়া ট্রায়ালের যুগে বেশ কয়েকবার তার নাম এসেছে প্রথম আলো, যুগান্তর সহ বেশ কিছু বড় বড় প্রথম সারির পত্রিকায়। এসব প্রতিবেদনে বেশ ভালভাবে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে সে ইয়াবা পাচার, উৎপাদন ও বিপণন প্রক্রিয়ার সাথে জড়িত। মাত্র কয়েক মাসের মাথায় এখন পত্রিকাগুলো সেদিক থেকে একেবারে ইউ টার্ন নিয়ে ফিরেছে। প্রফাইল ভর্তি হাজারো সাংবাদিক মাত্র দু চারজনকে দেখলাম এ নিয়ে কথা তুলতে। যারা তুলেছেন তারাও ক্রসফায়ার চান বলেই এগুলো বলছেন।

একরাম সাহেব ভাল কি মন্দ লোক সেটা কিন্তু প্রমাণ হয়নি, যেমনি ভাবে প্রমাণ হয়নি ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের শিকার হওয়া আরও একশ বিশের অধিক লোকের অপরাধ। এরা যদি চিহ্নিত অপরাধীও হয়ে থাকে তবুও এইভাবে বিচার বহির্ভূত ভাবে ঠাণ্ডা মাথায় ডেকে নিয়ে হত্যা করার অধিকার সরকারের নেই। এখন প্রশ্ন, ১২০ জনের মধ্যে একরাম হত্যা কোন জায়গায় আলাদা? একরামের দুটো মেয়ে কেঁদে কেঁদে মিডিয়ার কাছে বিচার দিয়েছে বলে? নাকি প্রবল এক মিডিয়া সব বাঁধা ঠেলে তার পাশে দাঁড়িয়েছে বলে? নাকি একরামুল হক আওয়ামী লীগের লোক বলে ? এ প্রশ্নের উত্তর কে দেবে ?

আমার তো মনে হয় কারণ যাই হোক, একরাম সাহেব অনেক ভাগ্যবান। তার সন্তান হারা কন্যা, স্বামী হারা স্ত্রী অনেক ভাগ্যবান। এদের সাথে চোখের জল ফেলেছে লাখো মানুষ। বাকি একশ উনিশ জনের বাবা মায়ের কোল খালি হল, জাতি নির্বিকার, স্ত্রী স্বামী হারা হল জাতি নির্বিকার এমনকি সন্তান পিতৃহারা হল, আমাদের উদারপন্থী ও কেঁদে বুক ভাসানো অনলাইন বন্ধুরাও আশ্চর্য রকম নির্বিকার। বহুদিন ধরেই দেশে নির্বাচিত কিছু ঘটনা ও অপরাধের প্রেক্ষিতে লোকের প্রতিক্রিয়া ও প্রতিবাদ দেখা যায়, যেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে অদৃশ্য কেউ এই প্রতিবাদের কল চালু করে দিয়ে যায়। সময় হলে সেই কলের জল শেষ, প্রতিবাদও শেষ।

আমাদের সামষ্টিক অন্ধত্ব ও নির্বিকার চরিত্রের ভণ্ডামি একের পর এক প্রকাশ হয়ে পড়ছে, মুখোশ খুলে বেরিয়ে আসছে বিশ্রী চেহারা কিন্তু তবুও আমাদের বলার কিছু নেই, করার কিচ্ছু নেই। এইসব অনলাইন স্ট্যাটাস, মতামত, প্রতিবাদ এসব নিতান্তই তুচ্ছ। জীবন নেয়ার ক্ষমতা যাদের হাতে তাদের মেজাজ মর্জির কাছে আমাদের আত্মা আমরা বন্ধক দিয়েছি বহু আগে, সেই পাপের প্রায়শ্চিত্ত চলছে, চলবে। ১২০ এর অধিক ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের বিপরীতে একটি অডিও বার্তা কখন জয়ী হয়?

যখন ভণ্ডামি সার্বজনীন, এ নিয়ে আর যে কারো সন্দেহ থাকুক অন্তত আমার নেই।

বিষয়: বিবিধ

৮০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385472
০৫ জুন ২০১৮ রাত ১২:২২
টাংসু ফকীর লিখেছেন : এটাই আওয়ামী লীগ।
385474
০৫ জুন ২০১৮ সকাল ১১:০০
ওয়েলকামজুয়েল লিখেছেন : লেখক এখানেই নিরব!!!!
385477
০৫ জুন ২০১৮ সন্ধ্যা ০৬:২৬
হতভাগা লিখেছেন : এসব বিচার বহির্ভূত হত্যার ব্যাপারে হাইকোর্টের কি অভিমত - তা জানতে খুব ইচ্ছে করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File