বেহাইয়া কয় সারা দুনিয়াই আমার
লিখেছেন লিখেছেন ওয়েলকামজুয়েল ২৬ এপ্রিল, ২০১৮, ১০:১৪:৪৮ সকাল
ইন্ডিয়া অন্য দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না - ওবায়দুল কাদের
দৈনিক ইনকিলাব এর প্রথম পাতায় নিউজটা দেখে আমার তা বুঝতে সময় লেগেছে! এটি ভারতীয় হাই কমিশন, অথবা তাদের পররাষ্ট্র দপ্তরের বক্তৃতা কিংবা বিবৃতি হলে তা বোধ করি মানানসই হতো! কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযাদ্ধের নেতৃত্বকারী দলের শীর্ষ পর্যায়ের নেতার মুখ থেকে এই ধরণের সস্তা দালালী ও চাটুকারী শুধুমাত্র আওয়ামী লীগ নয় সারা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে অসম্মানিত ও খাটো করেছে। সারা পৃথিবী আমাদের রাজনৈতিক নেতৃত্বের নতজানু চরিত্র সম্পর্কে যথেষ্ট ওয়াকেবহাল, তারপরও একটি বৃহত্তর রাজনৈতিক দলের সেক্রেটারী জেনারেল, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সর্বোপরি দলীয় মুখপত্রের কাছ থেকে এই ধরণের নির্লজ্জ বেহাইয়াপনার দৃষ্টান্ত ও দালালী বক্তব্য প্রদান কতোটা যুক্তিযুক্ত?!! আমরা সবাই জানি সৈয়দ আশরাফ সাহেব আওয়ামী লীগের স্তম্ভ ও ১৯৭৫-এর ১৫ আগষ্টকে কেন্দ্র করে জেলখানায় যে চার নেতাকে হত্যা করা হলো, তাদেরই অন্যতম এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে মুজিব নগর সরকারের অস্থায়ী প্রেসিডন্ট সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র। এমনকি আওয়ামী মহাজোট সরকারের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পরেই যিনি সকল দলের কাছে একজন গ্রহণযোগ্য ও সজ্জন ব্যক্তি, এবং আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী জেনারেল। উনাকে ল্যাং মেরে কাদের ভাই কিভাবে ভারতীয় আনুকূল্য পেয়ে দলটির শীর্ষ পর্যায়ের এই পদটি দখল করেতে পেরেছেন - তাও কিন্তু কম ক্যারিসমা নয়! ছাত্র রাজনীতির সেই বর্নাঢ্য অতীতের সেই মানুষটির আজ ক্ষমতার মসনদে ভিন্ন চেহারা, তবে হুমু এরশাদের সাথে কোথায় যেন উনার মিল খুঁজে পাই। অবশ্য ইদানিং উনাকে রাজনৈতিক নেতার চেয়ে অনেক বেশী অভিনেতা কিংবা জোকার মনে হয়! বিএনপি ও আওয়ামী লীগ এমনকি জাতীয় পার্টিতে ভারতীয় সেবাদাসদের আজকাল বোধ করি কদর সবচেয়ে বেশী! ভারতের দালালীর জন্যে তো বিএনপির জন্ম হয়নি। এই দলটি আর কতোটা নতজানু হলে ভারত বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিবে!! পাকিস্তানী রাজাকারদের চাইতে বর্তমান বাস্তবতায় ভারতীয় দালাল অনেক বেশী বিশ্বাসহন্তা ও বিষাক্ত রাজাকার!! বাংলাদেশের রাজনীতিতে চরিত্রহীনদের আজ চারিদিকে জয় জয়কার; বেহাইয়া কয় সারা দুনিয়াই আমার .!!!
নুরি
বিষয়: রাজনীতি
৬৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন