এক দুরদর্শী রাজনৈতিক : ভাসান চরের লাল মাওলানা
লিখেছেন লিখেছেন ওয়েলকামজুয়েল ২৭ নভেম্বর, ২০১৫, ১২:০৩:১৬ রাত
দীর্ঘক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগার পর অবশেষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী সম্পর্কে আমার ভাবনা মস্তিষ্ক হয়ে কলমের আগায় গড়িয়ে দিলাম।
আমি একজন নেহায়েতই সাধারণ মানুষ হিসেবে মাওলানা ভাসানীকে দেখতে পাই মিশ্র দৃষ্টিতে। তাঁর প্রায় আট দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে দুঃসাহসিক উপাখ্যানের পাশাপাশি বেশকিছু ভুলের অস্তিত্বও দেখা যায়। তিনি ছিলেন আজন্ম সরকারবিরোধী। এটা সর্বক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনেনি। তাঁর তেমনই একটি দুঃখজনক রাজনৈতিক ভুলের একটির দেখা পাই ১৯৫৪ সালে। সে বছর পূর্ববঙ্গীয় প্রাদেশিক পরিষদ নির্বাচনে এ কে ফজলুল হক, আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী একজোট হয়ে মুসলিম লীগের নামনিশানা মুছে দেন। শের-ই-বাংলার নেতৃত্বে প্রাদেশিক সরকার ক্ষমতাসীন হলেও মাত্র তিনমাসের মধ্যেই এই সরকারকে ক্ষমতাচ্যুত করে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ পূর্ববঙ্গে কেন্দ্রীয় শাসন জারী করেন। এতদিন ঢালাওভাবে এজন্য পশ্চিম পাকিস্তানীদের দোষ দেয়া হলেও ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের পতনের পেছনে দায় ছিল খোদ মাওলানারই।
যুক্তফ্রন্ট সরকার ক্ষমতাসীন হতেই যেন তিনি অস্থির হয়ে পড়েন। এই সরকারকে তিনি ন্যূনতম সময় দিতে পারছিলেন না। ভাবখানা এমন, যেন ফজলুল হক কোন জাদুর কাঠি দিয়ে আঘাত করে রাতারাতি সব সমস্যা দূর করে দেবেন। নতুন সরকার শপথ গ্রহণ করার আগে থেকেই সারা প্রদেশ থেকে ঢাকায় ভুখা মিছিল আসতে লাগলো। মাওলানা সেসবের সাথে একাত্মতা প্রকাশ করতে লাগলেন। মুসলিম লীগের পতন ও যুক্তফ্রন্ট সরকারের ক্ষমতা গ্রহণ উপলক্ষে পল্টন ময়দানে এক জনসভার আয়োজন করা হয়েছিলো। মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক ও মন্ত্রীসভার সদস্যরা হাজির ছিলেন এই সভায়। এই জনসভায় ভাষণ দিতে গিয়ে অনলবর্ষী কণ্ঠে মাওলানা ভাসানী দাবী করলেন, অবিলম্বে পাক-মার্কিন সামরিক চুক্তি বাতিল করতে হবে, সকল শিল্পের রাষ্ট্রায়ত্ত করতে হবে।
তিনি যখন এ কথা বলছিলেন, তখন মঞ্চে এক লোকের আগমন ঘটে। তিনি মাওলানার হাতে একটি চাবুক তুলে দিলে মাওলানা সেই চাবুক সজোরে বাতাসে চালিয়ে হুঁশিয়ারি দেন, তাঁর কথামতো না চললে প্রাদেশিক সরকারের সদস্যদের তিনি চাবুক দিয়ে পেটাবেন। মুখ্যমন্ত্রী ফজলুল হককে উদ্দেশ্য করে মাওলানা অন্যায্যভাবে বলেন, মুখ্যমন্ত্রী রিকশার বদলে বিলাসবহুল গাড়ীতে চেপে প্রতিদিন কে এম দাস লেনের বাড়ী থেকে নবাব আবদুল গণি রোডের সচিবালয়ে যাতায়াত করেন। অথচ ফজলুল হক একটি ঝরঝরে শেভ্রলে গাড়ী চালাতেন, যার হেডলাইটের অভাবে লণ্ঠন ঝুলিয়ে যাতায়াত করার কাহিনী আমরা অনেকেই জানি।
আর এভাবেই আওয়ামী মুসলিম লীগের ভুখা মিছিল, জোট সরকারের মধ্যকার কোন্দল, বিশৃঙ্খলার মধ্য দিয়ে করাচীতে বসে থাকা ব্যক্তিবর্গ সুযোগ পেয়ে যায়। এরই মধ্যে মাওলানা ভাসানী সুইডেন সফরে গমন করেন সোভিয়েত আশীর্বাদপুষ্ট সংগঠন বিশ্ব শান্তি পরিষদের সম্মেলনে যোগ দিতে। এরই মধ্যে বাতিল হয়ে যায় যুক্তফ্রন্টের সরকার। বড়লাট গোলাম মোহাম্মদ মেজর জেনারেল ইস্কান্দার মীর্জাকে পূর্ববঙ্গের গভর্নর করে পাঠালেন। তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে মীরজাফরের বংশধর মীর্জা হুংকার ছাড়লেন, “কোথায় ভাসানী? আমি তাকে গুলি করে মারবো!”
মাওলনার রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বহুবার বুঝে বা না বুঝে কুচক্রীদের ক্রীড়নকে পরিণত। ১৯৫৪ সালে সম্ভবত তাঁর কতিপয় বামপন্থী সমর্থকের মারফতে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির ক্রীড়নকে পরিণত হয়ে তিনি যুক্তফ্রন্টের সরকারের সর্বনাশ করেন। মজলুমের দুঃখ তিনি সহ্য করতে পারতেন না। আর এর ছুতায় তাঁকে দিয়ে এমন কাজ করানো হয়েছে, যা সুদূরপ্রসারীভাবে দেশের ক্ষতি করেছে। তিনি ছিলেন মারাত্মক আবেগি। আর তাঁর আবেগকে অসৎ উদ্দেশ্যে কাজে লাগিয়ে তাঁকে বিপথে চালিত করার অনেক নজির দেখা যায়।
কিন্তু মানুষ ভাসানীর স্বরূপ উপলব্ধি করলে বিস্ময়ে বিমুঢ় হয়ে যেতে হয়। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা হয়েও তিনি আমৃত্যু বাস করেছেন ছনের কুটিরে। তালের আঁশের টুপি, খদ্দরের কুর্তা আর তহবন্দে তাঁর চালচলন ছিল দেহাতী ফকীরের মতো। অথচ এই নিরাভরণ চলনবলনেও কি অসাধারণ রাজসিক আভিজাত্য ঠিকরে উঠত! বিস্ময়ে অভিভূত আবেগে চোখ আদ্র হয়ে আসে, যখন পড়ি সত্তুরোর্ধ্ব বৃদ্ধ মাওলনা কতৃক রান্নার লাকড়ির কাঠ চেরাই করার ঘটনার কথা। কেমন মানুষ ছিলেন এই ব্যক্তি, যিনি কিনা রমজান মাসে সেহরি খেতে উঠে আগে খবর নিতেন তাঁর আঙ্গিনায় বিচরণ করা কান পচা নেড়ি কুকুরটিকে ভাত দেয়া হয়েছে কিনা! কোন পৃথিবীর মানুষ ছিলেন তিনি, যিনি ঈদের দিন নিজে গোসল সারার আগে রাখালদের বলতেন, গোয়ালের গাভীদের যেন ভালো করে গোসল দিয়ে তাজা ঘাস খেতে দেয়া হয়; কারণ আজ যে ঈদ! কিসের তাড়নায় তিনি প্রতি কোরবানির ঈদে কুকুরটিকে নিজ হাতে বড় এক টুকরা ভালো গোশত খেতে দিতেন? কেমন মানসিকতার মানুষ ছিলেন তিনি, যিনি মাঝরাতে শিয়ালের আক্রমণে আহত হাঁসের পরিচর্যা করতে হলুদ বাটা নিয়ে বসে পড়েছিলেন জঙ্গলেই, যেখানে শিয়াল হাঁসটিকে
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন