প্রসংগ : আই এস আই

লিখেছেন লিখেছেন ওয়েলকামজুয়েল ২৫ নভেম্বর, ২০১৫, ১১:৩৩:৩৩ সকাল

আইএসের নিজস্ব পত্রিকায় এদেশে আইএসের নেতা নিযুক্তির ঘোষণার যে খবর সকালে কয়েকটি পত্রপত্রিকায় ছাপা দেখলাম, তা অত্যন্ত উদ্বেগজনক। এর একটাই মানে হতে পারে, ভৌগলিকভাবে মুসলিম জাহানের ছিটমহলের মতো অবস্থান করা বাংলাদেশের বিরুদ্ধে বহুজাতিক চক্রান্ত ক্রমেই ক্লাইমেক্সের দিকে ধাবিত হচ্ছে। এর ফলে সামনের দিনগুলোতে বেশ কিছু দুর্ঘটনা দেখতে পারি আমরা।

তাছাড়া পত্রিকায় বাংলাদেশের বদলে বেঙ্গল বা বাংলা ব্যবহারের ভিন্ন তাৎপর্য থাকলেও থাকতে পারে। এর দ্বারা বাংলাদেশ সংকটের ক্ষেত্র প্রসারিত করে তা পশ্চিমবঙ্গ ও আসামের মতো উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম অধ্যুষিত ভারতীয় প্রদেশে বিস্তৃতি ঘটিয়ে একটি আঞ্চলিক সংকটের আবহ সৃষ্টি করতে পারে। এমন আশংকার কথা আমি মোটামুটি ২০১৩ সালের মাঝামাঝি থেকেই লিখে আসছি। এতে করে স্থল হামলা না হোক, অন্তত ভারতকে বাংলাদেশে হাওয়াই হামলা চালানোর সুযোগ করে দেয়া হতে পারে। তবে এতে করে ভারতের তাৎক্ষণিক কোন লাভ তো হবেই না, উল্টা বিহার থেকে শুরু করে দেশটির সমগ্র পূর্বাঞ্চলে নতুন মাত্রার অশান্তি ছড়িয়ে পড়তে পারে। বিশেষত, উত্তরপূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে দিল্লীর অখণ্ড মনোসংযোগ তখন আর টিকে থাকবে না। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে যে জুডিও-খ্রীষ্টান সভ্যতার উন্মেষ ঘটছে, এই সংঘাতে গুলে গিয়ে সেটা সংঘাতে বহুমাত্রিকতার জন্ম দিতেই পারে। সব মিলিয়ে আইএস নামক আপদের ঠেলায় পুরো অঞ্চল একটি প্রলম্বিত কিন্তু নিষ্ফল সংঘাতে ক্ষতবিক্ষত হতে পারে।

পুরো পরিস্থিতিকে স্বাভাবিক করতে হলে এখনই আদা জল খেয়ে নামতে হবে। অন্যথায় ইয়েমেন, লেবানন বা সিরিয়ার মতো বাংলার স্বাধীনতা কাগজের ফুলে পরিণত হবে। সাধু সাবধান! সময় গেলে সাধন হবে না...!

বিষয়: বিবিধ

৯০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File