আর কোনো ঐশি বা সাবেরা চাই না......
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ খান ২৬ মে, ২০১৬, ০৫:২১:৫০ বিকাল
মডেল সাবেরা সেক্সুয়াল রিলেশন করতো এতে তার তেমন কোনো বাধা ছিলো না। মরার আগে একটা ভিডিও দিলেন তাতেও বিশেষ কিছু বাদে সবই দেখালেন। পরে সুইসাইড করলেন এবং শেষ সেক্সুয়াল পার্টনারকে ফাসালেন বা দায়ী করলেন।
এরকম আরো কতো সাবেরা বা ঐশী আছে। এদের বানিয়েছে কে???
শুধু মাত্র বিজাতীয়, নৈতীকতা বিবর্জিত আকাশ সাংস্কৃতিই এর জন্য দায়ী। আজকালের সিনেমা এবং সিরিয়ালগুলো সেক্সিজমকে প্রমোট করে। লালায়িত বাণী প্রচার করে রোমান্টিকতার আড়ালে। সহজ-সরল কারিমা সেজে যায় কারিনা।
বিজাতীয় সাংস্কৃতির আগ্রাসান রুখে দেওয়া না গেলে আরো কত শত এমন ঘটনা ঘটবে তার কোনো ইয়ত্তা নেই।
# আসুন বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসান রুখে দাড়াই।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন