বিপরীত মুখ (ছড়া-১)
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ খান ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:২৩:৪৯ দুপুর
যে ফেলে ময়লা
রাস্তায় হাকিয়ে
সেই আবার চলছে,
নাক-মুখ বাকিয়ে।
চলতে ফিরতে
দোষী গোণে সবেরে,
সে-ই আবার ঠকায়
ছোট যে গতরে।
বলে সে, সব হারামী
পাজি আর নচ্ছার,
টিকতে আর পারি না
সব ব্যাটা বাটপার।
ওদিকে গেদুর মা
পায়ে পরে বারেবার,
পাওনাটা দিয়ে দাও
গেদুর বাপে পরপার।
বলে হেসে নেতাজী,
কীসে তোর জন্ম?
নিত্য যে জ্বালাচ্ছ
নেই কি কম্ম?
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন