স্বপ্নের পান্ডুলিপি

লিখেছেন লিখেছেন জহির আলম সবুজ ২১ নভেম্বর, ২০১৫, ১১:৫২:১৬ রাত

বিথর স্বপ্নবীজ বুনে রক্তপ্লাবন

শুকিয়ে গিয়েছে সব হিসেব চুকিয়ে সেই কবে।

কথা ছিল,সোনার জমিন জুড়ে লিলুয়া বাতাস-

ছুঁয়ে যাবে সোনালী ধানের শীষ

অথচ সমুদয় স্বপ্নবীজ উড়ে গেল,

সহসা পতাকা থেকে বিধুর বাতাসে।

কথা ছিলো,কোথাও পাথর থাকবে না-

মাটির হ্নদয় থেকে ঝিরঝির,

ঝড়ে পড়বে অকৃত্তিম ভালোবাসা,

অথচ খোলা হ্নদয়ে ছোঁটে সাগরের নোনা জল,

বাড়ে হ্নদয়ে হ্নদয়ে নিরন্ধ্র পাথরের বোঝা।

কথা ছিল,জীবন থেমে যাবেনা কখনো কোথাও-

এই নাতিশীতোষ্ণ জলবায়ুর কোমলতায়।

জীবনে সুখ-দুখ প্লুতগতিময় জেনেই,

শিখে নেবে জীবনের ছন্দ-মাত্রা ।

কেন তবু তন্ত্রে তনুতে বাড়ে সীমাশূন্য নিরাশা?

এভাবে আর কতোটা পথ-কতোটা জীবন।

ভোরের প্রতীক্ষায় প্রহর গুনে গড়ালো বেলা..

তবু অভিলাষী মন পথের ক্লান্তি খুলে খুলে

মেলে আছে চোখ সভ্যতার ধূসর আলোয়-

ক্ষয়ে যাওয়া স্বপ্নের পান্ডুলিপিতে।

বিষয়: Contest_priyo

১২১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File