আপন তিনি সবার
লিখেছেন লিখেছেন হামিদ হোসাইন মাহাদী ১৮ নভেম্বর, ২০১৫, ১১:৫৯:৫৭ সকাল
[ ছন্দঃ স্বরবৃত্ত, মাত্রা-৪+৪+৪+২]
কাউকে যদি আপন ভাবো
এই দুনিয়ার মাঝে,
বিপদ হলে আসবে না কেউ
তোমার কোনো কাজে।
সবচে আপন প্রভু তোমার
করছে সৃজন যিনি,
যখন তুমি তুলবে দু'হাত
কবুল করবেন তিনি।
যাও যেখানেই আছেন তিনি
তোমার সদা পাশে,
এই ধরাতে তিনিই শুধু
তোমায় ভালোবাসে।
এই অবনীর মালিক ছাড়া
সব কিছু যে মিছে,
যতই হোক না ক্ষমতাবান
সব-ই তার যে নিচে।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন