মা বড়ো ধন

লিখেছেন লিখেছেন হামিদ হোসাইন মাহাদী ১৬ নভেম্বর, ২০১৫, ০৫:১২:১৬ বিকাল

ভুলিনি তোমায় কখনো

ভুলতে পারবো না,

ভালবাসি তোমায় মা'গো

দূরে রাখবো না।

হাজারো কষ্ট সয়ে তুমি

করেছো আমায় যে বড়ো,

ছোট কালে শিখিয়েছো

অন্যায়ের বিরুদ্ধে লড়ো।

এই ধরাতে মা বড়ো ধন

বুঝেনি যে জন

মানুষের মত মানুষ না হয়ে

হবে তার মরণ।

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349960
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
শেখের পোলা লিখেছেন : সুন্দর হয়েছে৷ আরও লিখুন৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File