অবশেষে অরিন্দম-
লিখেছেন লিখেছেন আবু বকর সিদ্দিকী ১৮ নভেম্বর, ২০১৫, ০১:০৩:০৪ দুপুর
আই,এস সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা যুক্তরাষ্ট্র স্বীকার করে নিয়েছে।এতে কেউ অবাক হয়নি। হবার কথাও নয়। কেননা সেটা জানা কথাই। আই,এস প্রধান আবু বকর ভোগবাদী আদৌ কোন ইসলামী আদর্শের লোক নন। এরকম লোক ইসলামের প্রাথমিক অবস্থাতেও বিরাজমান ছিল। যেমন আবদুল্লাহ ইবনে সাবা। ইসলামের ছদ্মাবরনে এরাই ইসলামের বেশী ক্ষতি করেছে। ভোগবাদীরা এর ব্যতিক্রম নন। তাই মুসলমানদের জন্যে এসব বিপদ নতুন কিছু নয়। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ৪০টি দেশ আই,এসকে অর্থ যোগান দেয়।যুক্তরাষ্ট্র, রাশিয়া, বৃটেন, ইসরাইল এসব দেশের কাছে আই,এস সম্পর্কে পুর্নাঙ্গ তথ্য আছে। তথ্য আছে, খোদ ফ্রান্স-এর কাছেও। এবার নিজ সৃষ্টিকর্তাদের বিরুদ্ধেই ফ্রান্কস্টাইনের আদলে আক্রমণ শুরু করেছে আই,এস। এটাই নিয়তি।
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন