আমাদের দশটি বিনষ্ট জিনিস
লিখেছেন লিখেছেন তট রেখা ০৫ জানুয়ারি, ২০১৬, ০২:৩৫:১৩ দুপুর
দশটি মূল্যবান জিনিস যা আমরা সর্বদা নষ্ট করিঃ
১। আমাদের জ্ঞানঃ আমরা নষ্ট করি, এর অনুসরনে কোনো আমল না করে।
২। আমাদের আমলঃ আমরা নষ্ট করি, একনিষ্ঠতার সাথে না করে।
৩। আমাদের সম্পদঃ আমরা নষ্ট করি , এমন কিছুর জন্য খরচ করে যা আমাদের জন্য কোনো প্রতিদান বয়ে আনেনা। আমরা আমাদের অর্থ, সামাজিক অবস্থান এবং কর্তৃত্ব এমন কিছুর পিছনে নষ্ট করি, যা আমাদের দুনিয়া ও আখেরাতে কোনো কল্যাণ আনয়ন করেনা।
৪। আমাদের অন্তরঃ আমাদের অন্তর বিনষ্ট , কারন তা আল্লাহর প্রতি ভালোবাসা, তাঁর কাছে ফিরে যাবার আকুতি এবং শান্তিতে ও তুষ্টে থাকার অনুভূতি শুন্য। এর পরিবর্তে আমাদের হৃদয় অন্য অনেক কিছু দ্বারা পরিপূর্ণ।
৫। আমাদের শরীরঃ বিনষ্ট, কারণ তা আল্লাহর ইবাদাতে অথবা তাঁর রাস্তায় ব্যাবহার করিনা।
৬। আমাদের ভালোবাসাঃ বিনষ্ট, কারণ আমাদের আবেগপূর্ণ ভালোবাসা ভুল দিকে পরিচালিত, আল্লাহর দিকে বা আল্লাহর জন্য নয়, অন্য কিছুর জন্য।
৭। আমাদের সময়ঃ বিনষ্ট, কারণ তা স্বঠিক ভাবে ব্যাবহার করিনা, যখন নিষ্ফল কারণে সময় অপচয় হয়, তার পরিবর্তে অধিক হারে সৎ কাজে সময় ব্যয় করিনা, যাতে করে তা পূর্বের মন্দ কাজের কাফফারা হতে পারে।
৮। আমাদের বুদ্ধিঃ নষ্ট করি, এমন কিছুর জন্য যা কল্যাণকর নয় এবং ব্যাক্তি ও সমাজের জন্য তা ক্ষতিকর। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণায় তা ব্যয় করিনা।
৯। আমাদের সেবাঃ এমন কাউকে প্রদান করি, যে আমাদের আল্লাহ সুবহানুতাআ’লার নিকটবর্তী করেনা অথবা দুনিয়াতেও কোনো কল্যাণ বয়ে আনেনা।
১০। আমাদের জিকির( আল্লাহর স্মরণ)ঃ বিনষ্ট, কারণ তা আমাদের অন্তরের উপর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনা।
( Source: Based on lessons from Ibnul Qaiyum)
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন