আমাদের জানালার কাঁচ

লিখেছেন লিখেছেন তট রেখা ০৪ জানুয়ারি, ২০১৬, ০৯:৩৩:২২ রাত

এক তরুন দম্পতি নতুন পাড়াতে বাসা নিয়ে সেখানে বাস করতে শুরু করল। পরের দিন সকালে যখন তারা নাশতা করছিলো, তখন জানালা দিয়ে তরুনী বধুটির দৃষ্টি আকর্ষিত হলো পাশের বাড়ীর দিকে, যেখানে তার প্রতিবেশী কাপড় ধুয়ে শুকোতে দিচ্ছিল। সে (তরুনী) আনমনে বলে উঠল, “ কাপড় গুলো কেমন ময়লা! উনি (প্রতিবেশী) মনে হয়, ঠিক ভাবে কাপড় ধুতে জানেন না, হয়তবা তার ভালো মানের সাবান প্রয়োজন !

তার স্বামী কোনো কথা না বলে তাকিয়ে রইল। প্রতিবার যখন তার প্রতিবেশী কাপড় ধুয়ে শুকোতে দেয়, তরুনীটি একই মন্তব্য করে। একমাস পর সে দড়ির উপর কিছু সুন্দর পরিস্কার কাপড় দেখে আশ্চর্য্য হয়ে গেল, এবং স্বামীকে বলল, “ দেখ, দেখ উনি শেষ পর্যন্ত শিখেছেন, কি ভাবে কাপড় ধুতে হয়! আমি বিস্মিত কে তাকে এটা শেখালো?”

স্বামীটি বলল, “ আমি খুব ভোরে ঘুম থেকে উঠে আমাদের জানালার কাঁচ গুলো পরিস্কার করেছি, যা এতদিন ময়লা এবং ঘোলা হয়ে ছিল।”

এবং আসলে জীবন টা এমনই… আমরা অন্যদের কেমন দেখি তা নির্ভর করে আমাদের জানালার কাঁচটি কতটা স্বচ্ছ ও পরিস্কার।

কারো সমালোচনা করার আগে, আমাদের মানসিক অবস্থা যাচাই করা উচিৎ , আমরা অন্যের মধ্যে ভালো কিছু খুঁজতে চাই, না কি মন্দ কিছু দেখার অভিপ্রায় নিয়ে আমরা দেখি এবং বিচার করতে বসি।

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356118
০৪ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৩৯
শেখের পোলা লিখেছেন : বাস্তবিক তাইই হয়৷ আমাদের দেখাও যে ভুল হতে পারে তা বুঝিনা আবার নিজের দূর্বলতাটাও মানতে চাইনা৷ ধন্যবাদ৷
০৪ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৫২
295701
তট রেখা লিখেছেন : আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
356121
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:০৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ পিলাচ
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৮
295707
তট রেখা লিখেছেন : স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
356139
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১১:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শিক্ষণীয় পোষ্ট। আপনার এই পোষ্টের দ্বারা অনেকে উপকৃত হবে। ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট শেয়ারের জন্যঅ
০৫ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:০১
295718
তট রেখা লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান।
356183
০৫ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বাহ খুব অল্প কথায় অনেক বড় ম্যাসেজ ।
০৫ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
295734
তট রেখা লিখেছেন : ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
356226
০৫ জানুয়ারি ২০১৬ রাত ১০:০৮
সায়িদ মাহমুদ লিখেছেন : বাহ্ ভাল একটা এক্সাম্পল শিখলাম। খুব ভাল লিখেছেন। আল্লাহ আপনার লিখনি শক্তি আরো বাড়াইদিক।
০৫ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৮
295761
তট রেখা লিখেছেন : আমীন। সুম্মা আমীন। জাযাকাল্লাহ খায়রান।
356244
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:১৮
আফরা লিখেছেন : গল্পটা আগে ও পড়েছি আবার পড়লাম । আসলে শিক্ষনীয় গল্পগুলো বার বার পড়া উচিত । অনেক ধন্যবাদ শেয়ারের জন্য ।
০৬ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:৩৩
295797
তট রেখা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
356252
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:৪৪
দ্য স্লেভ লিখেছেন : অনেক শিক্ষনীয় গল্পটি,জাজাকাল্লাহ
০৬ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:৩৩
295798
তট রেখা লিখেছেন : বারাকাল্লাহু ফিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File